উক্ত

উক্ত [ ukta ] বিণ. বলা বা উল্লেখ করা হয়েছে এমন, কথিত, উল্লিখিত (উক্ত বিষয়, উক্ত স্হান)। [সং. √ বচ্ + ত]। উক্তি–বি. কথা; বচন; কথন; উল্লেখ।

উকো

উকো [ ukō ] উখা২ [ -ukhā ]-এর কথ্য রূপ।

উখড়ানো

উখড়ানো–বি. উত্পাটন, উন্মূলন। ক্রি. উপড়ে ফেলা। বিণ. উপড়ে ফেলা হয়েছে এমন।

উখড়া

উখড়া [ ukhaḥā ] ক্রি. উত্পাতিত করা, উপড়ানো। [< সং. উত্ + √ খন্, কিংবা উত্ + √ ঘট্]। উখড়ানো–বি. উত্পাটন, উন্মূলন। ক্রি. উপড়ে ফেলা। বিণ. উপড়ে ফেলা হয়েছে এমন।

উগলা

উগলা, উগলানো [ ugalā, ugalānō ] যথাক্রমে উগরা ও উগরানো-র রূপভেদ।

উখা

উখা১ [ ukhā ] বি. ১. পাকপাত্র, হাঁড়ি; ২. উনুন। [সং. √ উখ্ + অ + আ]। উখা২ [ ukhā ] বি. ধাতুদ্রব্যাদি ঘষে সমান করার জন্য ব্যবহৃত দাঁতওয়ালা যন্ত্রবিশেষ, রেতি, file, rasp. [দেশি]।

উগ্র

উগ্র [ ugra ] বিণ. ১. প্রচণ্ড, ঘোর, তীব্র, চড়া (উগ্র তেজ, উগ্র গন্ধ); ২. কর্কশ, কোপন (উগ্র স্বভাব); ৩. রূঢ়, নিষ্ঠুর। [সং. √ উচ্ + র]। বি. উগ্রতা। উগ্রকণ্ঠ, উগ্রস্বর–বিণ. কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট। উগ্রকর্মা (-র্মন্)–বিণ. ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন। উগ্রক্ষত্রিয়–বি. (মূলত বর্ধমান জেলার ও তত্সন্নিহিত রাঢ় অঞ্চলের) হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি। উগ্রচণ্ডা–বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট। উগ্রজাতীয়তাবাদ–বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্হাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ। উগ্রপন্হী–বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক। বি. উগ্রপন্হা। উগ্রপ্রকৃতি, উগ্রস্বভাব–বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত। উগ্রবীর্য–বিণ....

উগ্রকণ্ঠ

উগ্রকণ্ঠ, উগ্রস্বর–বিণ. কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট।