উঁচা

উঁচা [ un̐cā ] বিণ. উঁচু-র পুরানো ও বর্ত. আঞ্চ. রূপ। ক্রি. উঁচু করা। উঁচানো–ক্রি. বি. উঁচু করা; উন্নত বা উত্তোলিত করা (লাঠি উঁচানো)।

উঁচু

উঁচু [ un̐cu ] বিণ. ১. উচ্চ; ২. উন্নত, উদার (উঁচু মন); ৩. অভিজাত, খানদানি (উঁচু বংশ); ৪. চড়া (উঁচু গলা)। [সং. উচ্চ]। উঁচুনিচু–বিণ. অসমান; কোথাও উঁচু কোথাও নিচু এমন (উঁচুনিচু রাস্তা)।

উঁচানো

উঁচানো–ক্রি. বি. উঁচু করা; উন্নত বা উত্তোলিত করা (লাঠি উঁচানো)।

উঁচুনিচু

উঁচুনিচু–বিণ. অসমান; কোথাও উঁচু কোথাও নিচু এমন (উঁচুনিচু রাস্তা)।

উকি

উকি [ uki ] বি. হিক্কা, হেঁচকি। [< সং. হিক্কা]।

উ-কার

উ-কার [ u-kāra ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে উ অক্ষর যোগ।

উকিল

উকিল [ ukila ] বি. আদালতে বিচারের জন্য মক্কেলের হয়ে যে পেশাধারী ব্যক্তি মামলা লড়ে, ব্যবহারজীবী, আইনজীবী। [আ. ওঅকীল]। উকিলি–বিণ. উকিলসুলভ (উকিলি বুদ্ধি)।

উকিলি

উকিলি–বিণ. উকিলসুলভ (উকিলি বুদ্ধি)।

উকুন

উকুন [ ukuna ] বি. চুলের পোকা, উত্কুণ। [সং. উত্কুণ]।

উক্তি

উক্তি–বি. কথা; বচন; কথন; উল্লেখ।