উই

উই [ ui ] বি. পিঁপড়ের মতো কীটবিশেষ, বল্মীক। [দেশি]। উইঢিপি, উইঢিবি–বি. উইপোকা মাটি খুঁড়ে ঢিপির মতো যে বাসা তৈরি করে। উইধরা, উইলাগা–বিণ. উইয়ের দ্বারা আক্রান্ত।

উইঢিপি

উইঢিপি, উইঢিবি–বি. উইপোকা মাটি খুঁড়ে ঢিপির মতো যে বাসা তৈরি করে।

উইধরা

উইধরা, উইলাগা–বিণ. উইয়ের দ্বারা আক্রান্ত। 

উঃ

উঃ [ uḥ ] অব্য. বেদনা বিস্ময় বিরক্তি ইত্যাদিতে উচ্চারিত ধ্বনি।

উইল

উইল [ uila ] বি. ইচ্ছাপত্র, শেষ ইচ্ছাপত্র। [ইং. will]।

উঁচকপালে

উঁচকপালে [ un̐ca-kapālē ] বিণ. উঁচু কপালবিশিষ্ট; সৌভাগ্যশালী। [বাং. উঁচু + কপাল + ইয়া > এ]। উঁচকপালি–স্ত্রী. (স্ত্রীলোকের পক্ষে উঁচু কপাল দুর্ভাগ্যসূচক বলে বিবেচিত হওয়ায়) অলক্ষণা।

উঁকিঝুঁকি

উঁকিঝুঁকি–বি. আড়াল থেকে বারবার বা ক্রমাগত দেখা।

উঁচকপালি

উঁচকপালি–স্ত্রী. (স্ত্রীলোকের পক্ষে উঁচু কপাল দুর্ভাগ্যসূচক বলে বিবেচিত হওয়ায়) অলক্ষণা।