উগ্রকর্মা

উগ্রকর্মা (-র্মন্)–বিণ. ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন।

উগ্রক্ষত্রিয়

উগ্রক্ষত্রিয়–বি. (মূলত বর্ধমান জেলার ও তত্সন্নিহিত রাঢ় অঞ্চলের) হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি।

উগ্রচণ্ডা

উগ্রচণ্ডা–বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট।

উগ্রজাতীয়তাবাদ

উগ্রজাতীয়তাবাদ–বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্হাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ।

উগ্রপন্হী

উগ্রপন্হী–বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক। বি. উগ্রপন্হা।

উগ্রপ্রকৃতি

উগ্রপ্রকৃতি, উগ্রস্বভাব–বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত।