অষ্ট

অষ্ট [ aşţa ] (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, ৮। বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)। [সং. অশ্ + তন্]। অষ্টঐশ্বর্য–বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ। অষ্টক–বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ। বিণ. আটসংখ্যক। অষ্টচত্বারিংশ, অষ্টচত্বারিংশত্তম–বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক। অষ্টচত্তারিংশত্–বি. বিণ. আটচল্লিশ। অষ্টদিকপাল, অষ্টদিক্পাল–বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা। অষ্টধা–অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে। অষ্টধাতু–বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু। অষ্টনবতি–বি. আটানব্বই। অষ্টনবতিতম–বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক। অষ্টনাগ–বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ-এই আট সর্প। অষ্টনায়িকা–বি. মঙ্গলা বিজয়া...

অহ্ন

অহ্ন [ -ahna ] বি. দিন (পূর্ব, পর, অপর ও মধ্য শব্দের পরে অহন্ শব্দের এই রূপ হয়, যেমন পূর্ব + অহন্=পূর্বাহ্ন, মধ্য + অহন্=মধ্যাহ্ন)।  

অ্যাকটর

অ্যাকটর [ akaţara ] বি. অভিনেতা; সিনেমা থিয়েটার যাত্রা ইত্যাদিতে যারা বিভিন্ন ভূমিকায় অভিনয় করে। [ইং actor]।

অ্যাকসিডেন্ট

অ্যাকসিডেন্ট [ aka-siḍēnţa ] বি. দুর্ঘটনা; আকস্মিক দুর্ঘটনা। [ইং. accident]।