সওয়াল

সওয়াল [ sōẏāla ] বি. ১. প্রশ্ন (সওয়ালজবাব); ২. জেরা। [আ. সওয়াল]। সওয়ালজবাব বি. ১. প্রশ্নোত্তর; ২. মোকদ্দমায় উকিলের বাদপ্রতিবাদ।

সওয়ারি

সওয়ারি বিণ. বি. যানবাহনে আরোহী (টাঙার সওয়ারি)। ☐ বি. যানবাহন।

সওয়ার

সওয়ার [ sōẏāra ] বি. ১. আরোহী (ঘোড়সওয়ার); ২. অশ্বারোহী। ☐ বিণ. আরূঢ় (সওয়ার হওয়া)। [ফা. সওয়ার]। সওয়ারি বিণ. বি. যানবাহনে আরোহী (টাঙার সওয়ারি)। ☐ বি. যানবাহন।

সংকর

সংকর [ saṅkara ] বিণ. ১. একজাতীয় পুরুষ এবং অন্য জাতীয় স্ত্রীর মিলনজাত ব্যক্তি জাতি বা জীব (বর্ণসংকর, সংকরজাতীয় গোরু); ২. (বিজ্ঞা.) বিভিন্ন জাতির মিশ্রণে জাত প্রাণী বা উদ্ভিদ, hybrid (বি. প.); ৩. মিশ্রণ, মিলন; ৪. পরস্পরবিরুদ্ধ পদার্থের একত্র অবস্হান; ৫. (অল.) পরস্পর-নির্ভরশীল একাধিক অলংকারের একত্র অবস্হান বা সমাবেশ (তু. সংসৃষ্টি)। [সং. সম্ + √ কৃ + অ]। সংকরীকরণ বি. একত্রীকরণ; জাতিভ্রংশ করা।

সংকর্ষণ

সংকর্ষণ [ saṅkarṣaṇa ] বি. ১. সজোরে আকর্ষণ; ২. কৃষিকর্ম; ৩. বলরাম। [সং. সম + কর্ষণ]।

সঙ

সং, সঙ [ sa, ṃsaṅa ] বি. অদ্ভুত পোশাকধারী হাস্যকৌতুককারী অভিনেতা বা বিনোদনকারী (সং সাজা, গাজনের সং)। [দেশি]।

সং

সং, সঙ [ sa, ṃsaṅa ] বি. অদ্ভুত পোশাকধারী হাস্যকৌতুককারী অভিনেতা বা বিনোদনকারী (সং সাজা, গাজনের সং)। [দেশি]।

সওয়ালজবাব

সওয়ালজবাব বি. ১. প্রশ্নোত্তর; ২. মোকদ্দমায় উকিলের বাদপ্রতিবাদ।

সওদাগরি

সওদাগরি বিণ. বণিক বা বাণিজ্য-সম্বন্ধীয় (সওদাগরি অফিস)। ☐ বি. সওদাগরের কাজ, বাণিজ্য।

সওদাগর

সওদাগর [ sōdā-gara ] বি. বণিক, বড়ো ব্যবসায়ী। [ফা.]। সওদাগরি বিণ. বণিক বা বাণিজ্য-সম্বন্ধীয় (সওদাগরি অফিস)। ☐ বি. সওদাগরের কাজ, বাণিজ্য।