সংকর

সংকর [ saṅkara ] বিণ.
১. একজাতীয় পুরুষ এবং অন্য জাতীয় স্ত্রীর মিলনজাত ব্যক্তি জাতি বা জীব (বর্ণসংকর, সংকরজাতীয় গোরু);
২. (বিজ্ঞা.) বিভিন্ন জাতির মিশ্রণে জাত প্রাণী বা উদ্ভিদ, hybrid (বি. প.);
৩. মিশ্রণ, মিলন;
৪. পরস্পরবিরুদ্ধ পদার্থের একত্র অবস্হান;
৫. (অল.) পরস্পর-নির্ভরশীল একাধিক অলংকারের একত্র অবস্হান বা সমাবেশ (তু. সংসৃষ্টি)।

[সং. সম্ + √ কৃ + অ]।

সংকরীকরণ বি. একত্রীকরণ; জাতিভ্রংশ করা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।