স্ফূর্ত

স্ফূর্ত [ sphūrta ] বিণ. বিকাশ প্রকাশ বা স্ফূর্তি লাভ করেছে এমন (স্বতঃস্ফূর্ত)। [সং. √ স্ফূর্ + ত]। স্ফূর্তি বি. 1 হর্ষ, সানন্দ উত্সাহ; 2 স্ফুরণ; কম্পন; 3 বিকাশ, প্রকাশ (কবিপ্রতিভার স্ফূর্তি, বাক্যস্ফূর্তি)।

স্ফুরা

স্ফুরা [ sphurā ] ক্রি. 1 (কাব্যে) কম্পিত হওয়া; 2 উদ্রিক্ত হওয়া; 3 প্রকাশ পাওয়া (‘যাঁহা যাঁহা নেত্র পড়ে তাঁহা কৃষ্ণ স্ফুরে’)। [স্ফুরণ দ্র]।

স্ফুরিত

স্ফুরিত বিণ. 1 কম্পিত; 2 দীপ্ত; 3 উদ্রিক্ত; 4 প্রকাশিত।

স্ফুরণ

স্ফুরণ [ sphuraṇa ] বি. 1 কম্পন, স্পন্দন (বাহুর বা নয়নের স্ফুরণ); 2 দীপ্তি; 3 উদ্রেক; 4 প্রকাশ (বুদ্ধির স্ফুরণ)। [সং. √ স্ফুর্ + অন]। স্ফুরিত বিণ. 1 কম্পিত; 2 দীপ্ত; 3 উদ্রিক্ত; 4 প্রকাশিত।

স্ফুটিত

স্ফুটিত বিণ. 1 ফুটেছে বা বিকশিত হয়েছে এমন; 2 স্পষ্টীকৃত; 3 বিদীর্ণ।

স্ফুট

স্ফুট [ sphuṭa ] বিণ. 1 স্পষ্ট, আপাতদৃশ্য (সূর্যের স্ফুট গতি); 2 বিশদ, ব্যক্ত (স্ফুট অর্থে); 3 বিকশিত (স্ফুট কুসুম); 4 বিদীর্ণ, ফুটো। [সং. √ স্ফুট্ + অ]। স্ফুটবাক (-বাচ্) বিণ. 1 বোল ফুটেছে বা বাক্স্ফূর্তি হয়েছে এমন; 2 স্পষ্টবক্তা। স্ফুটন বি. স্ফুট হওয়া, (তরল পদার্থাদি) তাপপ্রযুক্ত হওয়ার ফলে বুদ্বুদ্ যুক্ত হওয়া। স্ফুটনাঙ্ক বিণ. যে পরিমাণ তাপ পেলে তরলপদার্থ টগবগ করে ফুটতে আরম্ভ করে, boiling point. স্ফুটনোম্মুখ বিণ. ফুটবার বা বিকশিত হবার উপক্রম করেছে এমন। স্ফুটিত বিণ. 1 ফুটেছে বা বিকশিত হয়েছে এমন; 2 স্পষ্টীকৃত; 3 বিদীর্ণ।

স্ফীতা

স্ফীতা স্ত্রী. স্ফীত। স্ফীত [ sphīta ] বিণ. 1 ফুলে বা ফেঁপে উঠেছে এমন (মেদস্ফীত শরীর); 2 বর্ধিত; 3 মত্ত (গর্বে স্ফীত); 4 প্রবল হয়েছে এমন। [সং. √ স্ফায়্ + ত]।

স্ফীতি

স্ফীতি বি. 1 ফুলে বা ফেঁপে ওঠা (নদীতে জলস্ফীতি); 2 বৃদ্ধি; 3 সমৃদ্ধি; 4 প্রাবল্য।

স্ফীত

স্ফীত [ sphīta ] বিণ. 1 ফুলে বা ফেঁপে উঠেছে এমন (মেদস্ফীত শরীর); 2 বর্ধিত; 3 মত্ত (গর্বে স্ফীত); 4 প্রবল হয়েছে এমন। [সং. √ স্ফায়্ + ত]। স্ত্রী. স্ফীতা। স্ফীতি বি. 1 ফুলে বা ফেঁপে ওঠা (নদীতে জলস্ফীতি); 2 বৃদ্ধি; 3 সমৃদ্ধি; 4 প্রাবল্য।

স্ফারিত

স্ফারিত বিণ. 1 বিস্তারিত; 2 বিকশিত (তু. বিস্ফারিত নেত্র)।