মোয়

মোয় [ mōẏa ] সর্ব. (প্রা.কা.) 1 আমায়, আমাকে (‘কো তুঁহু বোলবি মোয়’: রবীন্দ্র); 2 আমাতে। [তু. আমায়]।

মোমছাল

মোমছাল [ mōma-chāla ] মনছাল ও মনঃশীলা -র রূপভেদ।

মোমের পুতুল

মোমের পুতুল — 1 মোমদ্বারা নির্মিত পুতুল; 2 (আল.) সামান্য পরিশ্রমে বা কষ্টে কাতর হয়ে পড়ে এমন ব্যক্তি।

মোমবাতি

মোমবাতি বি. প্যারাফিন চর্বি প্রভৃতিতে প্রস্তুত লাঠির আকারের বাতি।

মোমঢালা

মোমজামা, মোমঢাল, মোমঢালা বি. মোমের প্রলেপ দেওয়া বস্তু যা জলে ভেজে না।

মোমঢাল

মোমজামা, মোমঢাল, মোমঢালা বি. মোমের প্রলেপ দেওয়া বস্তু যা জলে ভেজে না।

মোমজামা

মোমজামা, মোমঢাল, মোমঢালা বি. মোমের প্রলেপ দেওয়া বস্তু যা জলে ভেজে না।

মোম

মোম [ mōma ] বি. 1 মৌচাকের মধু-নিষ্কাশনের পরে যা অবশিষ্ট থাকে, মধূত্থ; 2 প্যারাফিন চর্বি ইত্যাদিতে প্রস্তুত পদার্থবিশেষ। [ফা. মোম]। মোমজামা, মোমঢাল, মোমঢালা বি. মোমের প্রলেপ দেওয়া বস্তু যা জলে ভেজে না। মোমবাতি বি. প্যারাফিন চর্বি প্রভৃতিতে প্রস্তুত লাঠির আকারের বাতি। মোমের পুতুল — 1 মোমদ্বারা নির্মিত পুতুল; 2 (আল.) সামান্য পরিশ্রমে বা কষ্টে কাতর হয়ে পড়ে এমন ব্যক্তি।

মুবারক

মোবারক, মুবারক [ mōbāraka, mubāraka ] বি. শুভ, মঙ্গল। [আ. মুবারক]।

মোদিনী

মোদিনী স্ত্রী. মোদী। মোদী [ mōdī ] (-দিন্) বিণ. 1 সুখকর; আনন্দদায়ক; 2 হর্ষযুক্ত।। [সং. √ মুদ্ + ণিচ্ + ইন্] [সং. √ মুদ্ + ইন]।