মি

মি.1, মিঃ [ mi.1, miḥ ] প্রাপ্তবয়স্ক পুরুষের নামের আগে শ্রী অর্থবাচক ইংরেজি, mister শব্দের সংক্ষিপ্ত রূপ। [ইং. Mr]। মি2, মি- [ mi2, mi- ] মিটার এর সংক্ষিপ্ত রূপ। [ইং. metre]।

মিউনিসিপ্যাল

মিউনিসিপ্যাল বিণ. 1 মিউনিসিপ্যালিটি-সংক্রান্ত; 2 মিউনিসিপ্যালিটির করণীয়, পৌর।

মিউনিসিপ্যালিটি

মিউনিসিপ্যালিটি [ miunisi-pyāliṭi ] বি. পুরসভা, পৌরসংঘ, নগরতত্ত্বাবধানের জন্য নাগরিকদের প্রতিনিধিদের নিয়ে গঠিত সংঘ। [ইং. municipality]। মিউনিসিপ্যাল বিণ. 1 মিউনিসিপ্যালিটি-সংক্রান্ত; 2 মিউনিসিপ্যালিটির করণীয়, পৌর।

মিউমিউ

মিউ, মিউ-মিউ [ miu, miu-miu ] বি. বিড়াল বা বিড়ালছানার ডাক। [ধ্বন্যা.]।

মিউ

মিউ, মিউ-মিউ [ miu, miu-miu ] বি. বিড়াল বা বিড়ালছানার ডাক। [ধ্বন্যা.]।

মাহা

মাহ1 [ māha1 ] বি. (ব্রজ.) মাস (‘এ ভরা বাদর মাহ ভাদর’: বিদ্যা.) [সং. মাস]। মাহ2, মাহা1 [ māha2, māhā1 ] অব্য. (ব্রজ.) ভিতরে, মাঝে (‘হৃদয় মাহ মঝু’: রবীন্দ্র)। [সং. মধ্য]। মাহা2 [ māhā2 ] বি. মাস। [ফা. মাহ]।

মাহ

মাহ1 [ māha1 ] বি. (ব্রজ.) মাস (‘এ ভরা বাদর মাহ ভাদর’: বিদ্যা.) [সং. মাস]। মাহ2, মাহা1 [ māha2, māhā1 ] অব্য. (ব্রজ.) ভিতরে, মাঝে (‘হৃদয় মাহ মঝু’: রবীন্দ্র)। [সং. মধ্য]। মাহা2 [ māhā2 ] বি. মাস। [ফা. মাহ]।

মাসুল

মাসুল [ māsula ] মাশুল -এর বর্জি. বানান।

মাসীমা

মাসী, মাসীমা [ māsī, māsīmā ] যথাক্রমে মাসি ও মাসিমা -র বর্জি. বানান।