মুক্ত ছন্দ

মুক্ত ছন্দ বি. ছন্দের বাঁধাধরা নিয়ম যে ছন্দে পালন করা হয় না, free verse.

মুক্তপুরুষ

মুক্তপুরুষ বি. যে ব্যক্তি সংসারবন্ধন, পিছুটান ইত্যাদি থেকে মুক্তি পেয়েছে।

মুক্তবেণী

মুক্তবেণি, মুক্তবেণী বি. খোলা চুল (‘মুক্তবেণী পিঠের পরে লোটে’: রবীন্দ্র)। ☐ বিণ. বিনুনি বাঁধেনি এমন।

মুক্তবেণি

মুক্তবেণি, মুক্তবেণী বি. খোলা চুল (‘মুক্তবেণী পিঠের পরে লোটে’: রবীন্দ্র)। ☐ বিণ. বিনুনি বাঁধেনি এমন।

মুক্তহস্ত

মুক্তহস্ত বিণ. উদার, দানশীল, খোলাহাতে দান করতে পারে এমন।

মুক্ত

মুক্ত [ mukta ] বিণ. 1 ত্রাণপ্রাপ্ত, মোক্ষপ্রাপ্ত, মুক্তি পেয়েছে এমন (মুক্ত আত্মা); 2 মোহহীন (মুক্ত মন, সংস্কারমুক্ত); 3 উদার (মুক্তহাতে দান); 4 খালাসপ্রাপ্ত (কারামুক্ত); 5 নিষ্কৃতি বা অব্যাহতি পেয়েছে এমন (দায় থেকে মুক্ত, ঋণমুক্ত); 6 আরোগ্যপ্রাপ্ত (রোগমুক্ত); 7 খোলা, উন্মোচিত, নিষ্কাশিত (মুক্ত দ্বার, মুক্ত কৃপাণ); 8 অবাধ, অবারিত (মুক্তাঙ্গন); 9 অব্যাহত (মুক্তধারা, ‘মুক্ত কর হে বন্ধ’: রবীন্দ্র); 10 বন্ধনহীন (মুক্তবেণি); 11 (বাং.) পরিষ্কৃত, সাফ (জঞ্জালমুক্ত)। বিণ. (স্ত্রী.) মুক্তা। মুক্তকচ্ছ বিণ. কাছাখোলা (মুক্তকচ্ছ হয়ে ছোটাছুটি করা)। মুক্তকণ্ঠে ক্রি-বিণ. 1 অসংকোচে, স্পষ্ট ভাষায়; 2 উচ্চকণ্ঠে, জোর গলায়। মুক্তকেশ বি. খোলা চুল। ☐ বিণ. চুল খুলে গেছে এমন। মুক্তকেশা বিণ. (স্ত্রী.) চুল...

মুকেদ

মুকেদ [ mukēda ] মুকদ্দমা [mukaddamā ] এর প্রাচীন রূপ।

মুকাবিলা

মুকররি, মুকাবিলা [ mukarari, mukābilā ] যথাক্রমে মোকররি ও মোকাবিলা-র অপেক্ষাকৃত অল্প-প্রচলিত রুপভেদ।

মুকররি

মুকররি, মুকাবিলা [ mukarari, mukābilā ] যথাক্রমে মোকররি ও মোকাবিলা-র অপেক্ষাকৃত অল্প-প্রচলিত রুপভেদ।