ম মুখোমুখি মুখোমুখি [ mukhō-mukhi ] ক্রি-বিণ. 1 সামনাসামনি (মুখোমুখি বসে কথা শোনা); 2 নিকটবর্তী (অর্থব্যবস্হা বিপর্যয়ের মুখোমুখি)। ☐বিণ. 1 পরস্পরের মুখের প্রতি দৃষ্টি নিবদ্ধ এমন; 2 পরস্পর সম্মুখীন (শত্রুর মুখোমুখি হওয়া, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ)। [সং. মুখ + বাং. আ + সং. মুখ + বাং. ই]।
ম মুখো মুখো [ mukhō ] বিণ. বাংলা বহুব্রীহি সমাসে উত্তরপদে মুখ -এর রূপ (ঘরমুখো, পো়ড়ামুখো)। [সং. মুখ + বাং. উয়া > ও]। স্ত্রী. মুখী (বহুমুখী, চন্দ্রমুখী, কালামুখী)।
ম মুখী মুখী1 [ mukhī1 ] দ্র. মুখো। মুখী2 [ mukhī2 ] (-খিন্). বিণ. 1 অতিমুখী (গৃহাভিমুখী)। [সং. মুখ + ইন্]।
ম মুখরিতা মুখরিতা স্ত্রী. মুখরিত । মুখরিত বিণ. 1 ধ্বনিত (‘তব রথচক্রে মুখরিত পথ: রবীন্দ্র’); 2 কোলাহলে মুখরিত, শিশুদের কোলাহলে মুখরিত পাঠশালা)।
ম মুচড়ানো মুচড়ানো, মোচড়ানো [ mucaḍ়ānō, mōcaḍ়ānō ] ক্রি. বি. (দড়ি দেহ প্রভৃতি) বারবার পাক দেওয়া, মোচড় দেওয়া (হতটা ধরে মুচড়ে দিয়েছে)। ☐ বিণ. উক্ত অর্থে। [বাং. মুচড়-তু. সং. মুচুটী]।
ম মুচকানো মুচকা, মুচকানো [ mucakā, mucakānō ] ক্রি. মোচড় লাগা বা দুমড়ে যাওয়া অর্থে মচকানো -র রূপভেদ (পা মুচকে গেছে)।
ম মুচকা মুচকা, মুচকানো [ mucakā, mucakānō ] ক্রি. মোচড় লাগা বা দুমড়ে যাওয়া অর্থে মচকানো -র রূপভেদ (পা মুচকে গেছে)।