মোড়া
মুড়া1, মোড়া [ muḍ়ā1, mōḍ়ā ] বি. ক্রি. 1 আবৃত বা বেষ্টিত করা (‘চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী’: রবীন্দ্র); 2 জড়ানো (কাগজে মোড়া); 3 ভাঁজ বা সংকুচিত করা (হাঁটু মুড়ে বসা); 4 মোচড়ানো বা বাঁকানো (গা মোড়া); 5 পাকানো (আঙ্গুলে তার মোড়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. মংড < সং. √ মণ্ড্-তু. হি. √ মঢ়]। মুড়ানো1, মোড়ানো1 ক্রি. বি. আবৃত বা বেষ্টিত করানো; ভাঁজ বা সংকুচিত করানো; পাক বা মোচড় দেওয়ানো বা দেওয়া; বাঁকা করানো বা করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। মুড়া2, মোড়া [ muḍ়ā2, mōḍ়ā ] (কথ্য). মুড়ো বি. 1 মুণ্ড (মাছের মুড়ো); 2 আগা; 3 প্রান্ত...
মুড়া
মুড়া1, মোড়া [ muḍ়ā1, mōḍ়ā ] বি. ক্রি. 1 আবৃত বা বেষ্টিত করা (‘চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী’: রবীন্দ্র); 2 জড়ানো (কাগজে মোড়া); 3 ভাঁজ বা সংকুচিত করা (হাঁটু মুড়ে বসা); 4 মোচড়ানো বা বাঁকানো (গা মোড়া); 5 পাকানো (আঙ্গুলে তার মোড়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. মংড < সং. √ মণ্ড্-তু. হি. √ মঢ়]। মুড়ানো1, মোড়ানো1 ক্রি. বি. আবৃত বা বেষ্টিত করানো; ভাঁজ বা সংকুচিত করানো; পাক বা মোচড় দেওয়ানো বা দেওয়া; বাঁকা করানো বা করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। মুড়া2, মোড়া [ muḍ়ā2, mōḍ়ā ] (কথ্য). মুড়ো বি. 1 মুণ্ড (মাছের মুড়ো); 2 আগা; 3 প্রান্ত...
মুঠি
মুঠ, মুঠা, মুঠি, মুঠো [ muṭha, muṭhā, muṭhi, muṭhō ] বি. 1 মুষ্টি, সংকুচিত করতল (মুঠিভরা ফুল, ‘মুঠোয় ভরি গোটা ভুবনটাই’: শ. ঘো.); 2 অধিকার, কবল (জমিদারের মুঠি থেকে বেরিয়ে আসা, মুঠোয় পাওয়া)। ☐ বি. মুষ্টি-পরিমিত (একমুঠো চাল)। [সং. মুষ্টি]। মুঠা-মুঠা, মুঠো-মুঠো বিণ. 1 অনেক মুঠো (মুঠোমুঠো ধুলো); 2 (আল.) অনেক (মুঠোমুঠো টাকা)।
মুঠা
মুঠ, মুঠা, মুঠি, মুঠো [ muṭha, muṭhā, muṭhi, muṭhō ] বি. 1 মুষ্টি, সংকুচিত করতল (মুঠিভরা ফুল, ‘মুঠোয় ভরি গোটা ভুবনটাই’: শ. ঘো.); 2 অধিকার, কবল (জমিদারের মুঠি থেকে বেরিয়ে আসা, মুঠোয় পাওয়া)। ☐ বি. মুষ্টি-পরিমিত (একমুঠো চাল)। [সং. মুষ্টি]। মুঠা-মুঠা, মুঠো-মুঠো বিণ. 1 অনেক মুঠো (মুঠোমুঠো ধুলো); 2 (আল.) অনেক (মুঠোমুঠো টাকা)।
মুঠ
মুঠ, মুঠা, মুঠি, মুঠো [ muṭha, muṭhā, muṭhi, muṭhō ] বি. 1 মুষ্টি, সংকুচিত করতল (মুঠিভরা ফুল, ‘মুঠোয় ভরি গোটা ভুবনটাই’: শ. ঘো.); 2 অধিকার, কবল (জমিদারের মুঠি থেকে বেরিয়ে আসা, মুঠোয় পাওয়া)। ☐ বি. মুষ্টি-পরিমিত (একমুঠো চাল)। [সং. মুষ্টি]। মুঠা-মুঠা, মুঠো-মুঠো বিণ. 1 অনেক মুঠো (মুঠোমুঠো ধুলো); 2 (আল.) অনেক (মুঠোমুঠো টাকা)।