মুলিবাঁশ

মুলি, মুলিবাঁশ [ muli, muli-bām̐śa ] বি. সরু বা ছোটো এবং ফাঁপা বাঁশ। [দেশি.]।

মুলি

মুলি, মুলিবাঁশ [ muli, muli-bām̐śa ] বি. সরু বা ছোটো এবং ফাঁপা বাঁশ। [দেশি.]।

মুলতবি

মুলতবি [ mula-tabi ] মুলতুবি [mulatubi ]-র. রূপভেদ।

মুর্দাবাদ

মুর্দাবাদ বি. মারা যাক, মরুক-এই ধ্বনি; ধ্বংস হোক-এই ধ্বনি।

মুর্দা

মুর্দা [ murdā ] বি. মৃতদেহ, শব, মড়া। ☐ বিণ. মরা, মৃত (মুর্দা না জ্যান্ত?)। [ফা. মুর্দহ্] মুর্দাফরাশ বি. শবদাহকারী; ডোম। মুর্দাবাদ বি. মারা যাক, মরুক-এই ধ্বনি; ধ্বংস হোক-এই ধ্বনি।

মুরব্বিয়ানা

মুরুব্বিয়ানা, মুরব্বিয়ানা বি. (সচ. বিদ্রুপে বা নিন্দায়) মুরুব্বি আচরণ, কর্তৃত্ব; মাতব্বরি।

মুরুব্বিয়ানা

মুরুব্বিয়ানা, মুরব্বিয়ানা বি. (সচ. বিদ্রুপে বা নিন্দায়) মুরুব্বি আচরণ, কর্তৃত্ব; মাতব্বরি।

মুরব্বি

মুরুব্বি, মুরব্বি [ murubbi, murabbi ] বি. 1 অভিভাবক বা পৃষ্ঠাপোষক; 2 সহায়ক ব্যক্তি। [আ. মুরব্বী]। মুরুব্বিয়ানা, মুরব্বিয়ানা বি. (সচ. বিদ্রুপে বা নিন্দায়) মুরুব্বি আচরণ, কর্তৃত্ব; মাতব্বরি।

মুরুব্বি

মুরুব্বি, মুরব্বি [ murubbi, murabbi ] বি. 1 অভিভাবক বা পৃষ্ঠাপোষক; 2 সহায়ক ব্যক্তি। [আ. মুরব্বী]। মুরুব্বিয়ানা, মুরব্বিয়ানা বি. (সচ. বিদ্রুপে বা নিন্দায়) মুরুব্বি আচরণ, কর্তৃত্ব; মাতব্বরি।