মূর্ছা
মূর্ছা [ mūrchā ] বি. 1 চৈতন্যলোপ; 2 মোহপ্রাপ্তি; 3 প্রতিফলন। ☐ ক্রি. (কাব্যে) মূর্ছিত হওয়া। [সং. √ মূর্ছ্ + অ + আ]। মূর্ছাভঙ্গ বি. মোহপ্রাপ্ত বা অচৈতন্য অবস্হার অবসান, অচেতন অবস্হা থেকে পুনরায় চেতনালাভ। মূর্ছা যাওয়া ক্রি. বি. অচেতন বা অজ্ঞান হওয়া। মূর্ছিত বিণ. 1 মোদগ্রস্ত; 2 অচেতন, জ্ঞানহারা; 3 প্রতিফলিত। স্ত্রী. মূর্ছিতা।
মুহুরি
মুহরি1, মুহুরি1, [ muhari1, muhuri1, ] বি. 1 নর্মদা, জলনালি, মুরি; 2 নর্দমার উপরের ঝারি; 3 প্যাঁচ-এর মুখে আঁটবার ধাতুখণ্ড, nut; 4 পাজামার নিম্নপ্রান্তের বা জামার আস্তিনের মুখের ঘেরা। [হি.]। মুহরি2, মুহুরি2 [ muhari2, muhuri2 ] বি. কেরানি (উকিলের মুহুরি)। [আ. মুহির্রিব] । মুহরিগিরি, মুহুরিগিরি বি. মুহুরির কাজ।
মুহরি
মুহরি1, মুহুরি1, [ muhari1, muhuri1, ] বি. 1 নর্মদা, জলনালি, মুরি; 2 নর্দমার উপরের ঝারি; 3 প্যাঁচ-এর মুখে আঁটবার ধাতুখণ্ড, nut; 4 পাজামার নিম্নপ্রান্তের বা জামার আস্তিনের মুখের ঘেরা। [হি.]। মুহরি2, মুহুরি2 [ muhari2, muhuri2 ] বি. কেরানি (উকিলের মুহুরি)। [আ. মুহির্রিব] । মুহরিগিরি, মুহুরিগিরি বি. মুহুরির কাজ।