ম্যাটম্যাট
ম্যাটম্যাট [ myāṭa-myāṭa ] বি. নিষ্প্রভতা বা অনুজ্জ্বলতার ভাব (শাড়ির রংটা ম্যাটম্যাট করছে)। [ধ্বন্যা.]। ম্যাটমেটে বিণ. ম্যাটম্যাট করছে এমন, অনুজ্জল।
ম্যাজম্যাজ
ম্যাজম্যাজ [ myāja-myāja ] বি. আলস্য বা ঈষত্ অসুস্হতার লক্ষণসূচক ভাব (গা ম্যাজম্যাজ করা, শরীর ম্যাজম্যাজ করা)। [দেশি]। ম্যাজমেজে বিণ. ম্যাজম্যাজ ভাবযুক্ত, ম্যাজম্যাজ করছে এমন।