মৌলিকত্ব

মৌলিকতা, মৌলিকত্ব বি. স্বকীয়তা, নিজস্বতা।

মৌলিকতা

মৌলিকতা, মৌলিকত্ব বি. স্বকীয়তা, নিজস্বতা।

ম্যাটমেটে

ম্যাটমেটে বিণ. ম্যাটম্যাট করছে এমন, অনুজ্জল।

ম্যাটম্যাট

ম্যাটম্যাট [ myāṭa-myāṭa ] বি. নিষ্প্রভতা বা অনুজ্জ্বলতার ভাব (শাড়ির রংটা ম্যাটম্যাট করছে)। [ধ্বন্যা.]। ম্যাটমেটে বিণ. ম্যাটম্যাট করছে এমন, অনুজ্জল।

ম্যাজমেজে

ম্যাজমেজে বিণ. ম্যাজম্যাজ ভাবযুক্ত, ম্যাজম্যাজ করছে এমন।

ম্যাজম্যাজ

ম্যাজম্যাজ [ myāja-myāja ] বি. আলস্য বা ঈষত্ অসুস্হতার লক্ষণসূচক ভাব (গা ম্যাজম্যাজ করা, শরীর ম্যাজম্যাজ করা)। [দেশি]। ম্যাজমেজে বিণ. ম্যাজম্যাজ ভাবযুক্ত, ম্যাজম্যাজ করছে এমন।

ম্যাচ

ম্যাচ1 [ myāca1 ] বি. দুই দলের খেলার প্রতিদ্বন্দ্বিতা (ফাইনাল ম্যাচ, ম্যাচের দিনের ঘটনা)। [ইং. match]। ম্যাচ2 [ myāca2 ] বি. দিয়াশলাই। [ইং. matches, matchbox]।

মৌসুমি

মৌসুমি, (বর্জি.) মৌসুমি বিণ. 1 বর্ষাকালীন; 2 দক্ষিণ-পশ্চিমের বায়ুস্রোত-সম্বন্ধীয় (মৌসুমি বায়ু); 3 ঋতুগত, মরশুমি।

মৌসুম

মৌসুম [ mausuma ] বি. 1 ঋতু, মরশুম; 2 দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত বায়ুস্রোত, যাতে বর্ষার আবির্ভাব হয়; 3 বর্ষাকাল। তু. monsoon. [আ মৌসিম]। মৌসুমি, (বর্জি.) মৌসুমি বিণ. 1 বর্ষাকালীন; 2 দক্ষিণ-পশ্চিমের বায়ুস্রোত-সম্বন্ধীয় (মৌসুমি বায়ু); 3 ঋতুগত, মরশুমি।

মৌসল

মৌষল, মৌসল [ mauṣala, mausala ] বিণ. 1 মুষলসম্বন্ধীয়; 2 মহাভারতের পর্ববিশেষ। [সং. মুষল, মুসল + অ]।