মটর

মটর১  [ maṭara ] মোটর-এর রূপভেদ। মটর২ [ maṭara ] বি. শস্যবিশেষ, কড়াইশুটি দানা। [হি. মটর]। মটরমালা বি মটরের দানার আকারের পুঁতি, সোনার গুটিকা ইত্যাদির দ্বারা প্রস্তুত মালা কণ্ঠহার।

মণ্ডা

মণ্ডা১ [ maṇḍā ] বি. সন্দেশজাতীয় মিঠাইবিশেষ। [ সং. মণ্ডল ]। মণ্ডা২ [ maṇḍā ] ক্রি (কাব্যে) মণ্ডিত করা, ভূষিত করা। [সং √ মণ্ড্ + বাং. আ]।

মাপ

মাপ১ , মাফ — বি. মার্জনা করা, ক্ষমা (মাপ করা, মাপ চাওয়া); রেহাই, অব্যাহতি, ছাড় (টাকার সুদ মাপ করা)। [ আ. মুআফ্‌ ] মাপ২  [ māpha ] বি. 1 পরিমাণ (দুধের মাপটা দেখে নিয়ো); 2 পরিমাপ (জামার মাপ নেওয়া)। [সং. √ মাপি]। মাপকাঠি বি. 1 লম্বা কাঠি দিয়ে দৈর্ঘ্য মাপা হয়; 2 (আল.) মানদণ্ড (সেকালের মাপকাঠিতে তাঁর গুণের বিচার হবে না)। মাপজোখ, মাপজোক বি. 1 পরিমাণ; 2 (জমি ইত্যাদির) সীমা বা পরিমাণ নির্ণয়, পরিমাপ। মাপসই বিণ. মাপ-অনুযায়ী।

মিসমিসে

মিসমিসে ১) বিণ. ঘোর কৃষ্ণবর্ণ (মিসমিসে রঙ্‌)। ২) বিণ-বিণ. মসীবৎ, ঘোর (মিসমিসে কালো রঙ্‌)।

মিসমিস

মিসমিস — ঘোর কৃষ্ণবর্ণের ভাবসূচক (মিসমিস করা)।

মিস

মিস1 [ misa ] বি. অবিবাহিতা স্ত্রীলোকের নামের পূর্বে ব্যবহৃত আখ্যাবিশেষ, কুমারী (মিস দাস, মিস লতা দাস)। [ইং. miss]। মিস2 [ misa ] বিন-বিন. মসীবত্‌, ঘোর কৃষ্ণবর্ণ (মিসকালো রঙ)। [সং. মসি বা ফা. মিসী] মিসমিস — ঘোর কৃষ্ণবর্ণের ভাবসূচক (মিসমিস করা)। মিসমিসে — ১) বিণ. ঘোর কৃষ্ণবর্ণ (মিসমিসে রঙ্‌)। ২) বিণ-বিণ. মসীবৎ, ঘোর (মিসমিসে কালো রঙ্‌)।

মুণ্ডি

মুণ্ডি [ muṇḍi ] বি. গুটিকাকৃতি মিঠাইবিশেষ (রসমুণ্ডি)। বাং. মণ্ডা + ই (ক্ষুদ্রার্থে)।

ম্যানেজার

ম্যানেজার [ myānējāra ] বি. পরিচালক, তত্বাবধানকারী কর্মচারী (সার্কাসের ম্যানেজার, কোম্পানির ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার)। [ইং. manager]। ম্যানেজারি বি. ম্যানেজারের পদ বা কাজ।