বংশানুক্রম

বংশানুক্রম [ baṃśānukrama ] বি. বংশের ধারা, বংশপরম্পরা। [সং. বংশ + অনুক্রম]। বংশানুক্রমিক বিণ. বংশের ধারা-অনুযায়ী, বংশপরম্পরাগত।

বংশাঙ্কুর

বংশাঙ্কুর [ baṃśāṅkura ] বি. বাঁশের কোঁড়া। [সং. বংশ + অঙ্কুর]।

বৌলি

বউলি, বৌলি [ buli, bauli ] বি. (আমের) মুকুলের আকৃতির গহনাবিশেষ। [বাং. বউল + ই]।

বউলি

বউলি, বৌলি [ buli, bauli ] বি. (আমের) মুকুলের আকৃতির গহনাবিশেষ। [বাং. বউল + ই]।

বউল

বউল [ bula ] বি. মুকুল, বোল (আমের বউল)। [সং. √ মুকুল]।

বইঠা

বইঠা [ biṭhā ] বি. নৌকার ছোটো দাঁড়বিশেষ। [সং. বহিত্র]।

বাঁধা কপি

বাঁধা কপি–বি. কেবল বড় বড় পাতা পরপর সাজানো থাকে যে কপিতে।

ব–বাংলা বর্ণমালার ত্রয়োবিংশ ব্যঞ্জনবর্ণ, অল্পপ্রাণ ওষ্ঠ্য স্পৃষ্ট ‘ব্’-ধ্বনির বর্ণরূপ।

বংশাবতংস

বংশাবতংস [ baṃśāba-taṃsa ] বি. বংশের অলংকারস্বরূপ, কুলচূড়ামণি, বংশের শ্রেষ্ঠ প্রতিনিধি। [সং. বংশ + অবতংস]।