প্রাণপ্রতিম

প্রাণপ্রতিম বিণ. প্রাণতুল্য, প্রাণের মতো প্রিয় (প্রাণপ্রতিম বন্ধু)।

প্রাণপাত

প্রাণপাত বি. 1 মৃত্যু; 2 মৃত্যুতুল্য পরিশ্রম বা কষ্ট (‘যারা প্রাণপাতে কঠিন মাটিতে ফলায় ফসল ফল’: স. দ.)।

প্রাণগতিক

প্রাণগতিক বিণ. 1 জীবন বা জীবনযাত্রা-সম্বন্ধীয়; 2 শারীরিক।

প্রাণখোলা

প্রাণখোলা বিণ. অকপট; উদার; উদাত্ত (প্রাণখোলা হাসি)।

প্রাণকৃষ্ণ

প্রাণকৃষ্ণ বি. 1 প্রাণসম প্রিয় শ্রীকৃষ্ণ; 2 (আল.) পরম আদরের পাত্র।

প্রাণপণ

প্রাণপণ বিণ. নিজের প্রাণ পর্যন্ত পণ করে কার্যসাধনের সংকল্পযুক্ত (প্রাণপণ চেষ্টা)।