পাকাবুড়ি

পাকাবুড়ি বি. বিণ. (স্ত্রী.) (কৌতু.) (ছোটো মেয়ে হয়েও) বৃদ্ধার মতো আচরণকারিণী।

পাশবালিশ

কোলবালিশ, পাশবালিশ বি. দুই হাতে বুকের কাছে বা কোলের মধ্যে জ়ড়িয়ে ধরবার বালিশবিশেষ।

প্রাণহারিণী

প্রাণহারিণী স্ত্রী. প্রাণহারী বিণ. জীবননাশক; সাংঘাতিক।

প্রাণহারিকা

প্রাণহারিকা স্ত্রী. প্রাণহারক বিণ. জীবননাশক; সাংঘাতিক।

প্রাণহরা

প্রাণহরা স্ত্রী. প্রাণহর বিণ. জীবননাশক; সাংঘাতিক।

প্রাণহারী

প্রাণহর, প্রাণহারক, প্রাণহারী (-রিন্) বিণ. জীবননাশক; সাংঘাতিক। স্ত্রী. প্রাণহরা, প্রাণহারিকা, প্রাণহারিণী।

প্রাণহারক

প্রাণহর, প্রাণহারক, প্রাণহারী (-রিন্) বিণ. জীবননাশক; সাংঘাতিক। স্ত্রী. প্রাণহরা, প্রাণহারিকা, প্রাণহারিণী।

প্রাণহর

প্রাণহর, প্রাণহারক, প্রাণহারী (-রিন্) বিণ. জীবননাশক; সাংঘাতিক। স্ত্রী. প্রাণহরা, প্রাণহারিকা, প্রাণহারিণী।

প্রাণময়ী

প্রাণময়ী স্ত্রী. প্রাণময় বিণ. জীবন্ত, সজীব; স্ফূর্তিযুক্ত; প্রাণবন্ত।

প্রাণময়

প্রাণময় বিণ. জীবন্ত, সজীব; স্ফূর্তিযুক্ত; প্রাণবন্ত। স্ত্রী. প্রাণময়ী।