ন্যাকারজনক

ন্যক্কারজনক, ন্যাকারজনক বিণ. 1 বমন উদ্রেক করে এমন; 2 অত্যন্ত ঘৃণাজনক।

ন্যায়পরতা

ন্যায়নিষ্ঠা, ন্যায়পরতা, ন্যায়পরায়ণতা, ন্যায়বত্তা বি. ন্যায় বা বিধি মেনে চলা, ন্যায়ের প্রতি শ্রদ্ধা।

ন্যক্কারজনক

ন্যক্কারজনক, ন্যাকারজনক বিণ. 1 বমন উদ্রেক করে এমন; 2 অত্যন্ত ঘৃণাজনক।

ন্যায়নিষ্ঠা

ন্যায়নিষ্ঠা, ন্যায়পরতা, ন্যায়পরায়ণতা, ন্যায়বত্তা বি. ন্যায় বা বিধি মেনে চলা, ন্যায়ের প্রতি শ্রদ্ধা।

ন্যায়পথ

ন্যায়পথ, ন্যায়মার্গ বি. সত্য বা ধর্মসংগত পথ।

ন্যায়সম্মত

ন্যায়সংগত, ন্যায়সম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য।

ন্যায়সংগত

ন্যায়সংগত, ন্যায়সম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য।