ধারয়িতা

ধারয়িতা [ dhāraẏitā ] (-তৃ) বিণ. যে ধারণ করে, ধারণকারী, ধারক। [সং. √ ধৃ + ণিচ্ + তৃ]। ধারয়িত্রী বিণ. (স্ত্রী.) ধারণকারিণী। ☐ বি. পৃথিবী।

ধারণ

ধারণ [ dhāraṇa ] বি. ১. হাত দিয়ে গ্রহণ বা অঙ্গে গ্রহণ (অস্ত্রধারণ, বক্ষে ধারণ); ২. মনে রাখা (উপদেশ ধারণ); ৩. স্হাপন (আশীর্বাদের ফুল মস্তকে ধারণ); ৪. অভ্যন্তরে গ্রহণ, ভিতরে নেওয়া (এই পাত্র বহু জল ধারণে সক্ষম); ৫. পরিগ্রহ (অগ্নিমূর্তি ধারণ); ৬. গ্রহণ, অবলম্বন (নামধারণ, ভেকধারণ); ৭. বহন (শিরে কুম্ভধারণ)। [সং. √ ধৃ + ণিচ্ + অন]।

ধারণীয়

ধারণীয় [ dhāraṇīẏa ] বিণ. ধারণযোগ্য, ধারণ করা যায় এমন। [সং. √ ধৃ + ণিচ্ + অনীয়]।

ধামি

ধামি [ dhāmi ] বি. ছোট ধামা বা ঝুড়ি। [বাং. ধামা + ই (ক্ষুদ্রার্থে)]।

ধামালি

ধামালি [ dhāmāli ] বি. ১. রঙ্গ; ২. রঙ্গ দেখাবার জন্য দৌড়াদৌড়ি বা নাচগান; ৩. কৃত্রিম বা কপট ঝগড়া; ৪. চতুরালি, ছলনা। [হি. ধমাল + বাং. ই]।

ধার্ম

ধার্ম [ dhārma ] বিণ. ধর্মবিষয়ক। [সং. ধর্ম + অ]।

ধার্মিক

ধার্মিক [ dhārmika ] বিণ. ধর্মপরায়ণ, ধর্মে অনুরাগী। [সং. ধর্ম + ইক]। বিণ. (স্ত্রী.) ধার্মিকী। বি. ধার্মিকতা।

ধারোষ্ণ

ধারোষ্ণ [ dhārōṣṇa ] বিণ. ধারায় দোহনের ফলে ঈষত্ উষ্ণতাযুক্ত, সদ্য দোহনের জন্য ঈষদুষ্ণ (ধারোষ্ণ দুগ্ধ)। [সং. ধারা + উষ্ণ]।