ধারণ
ধারণ [ dhāraṇa ] বি. ১. হাত দিয়ে গ্রহণ বা অঙ্গে গ্রহণ (অস্ত্রধারণ, বক্ষে ধারণ); ২. মনে রাখা (উপদেশ ধারণ); ৩. স্হাপন (আশীর্বাদের ফুল মস্তকে ধারণ); ৪. অভ্যন্তরে গ্রহণ, ভিতরে নেওয়া (এই পাত্র বহু জল ধারণে সক্ষম); ৫. পরিগ্রহ (অগ্নিমূর্তি ধারণ); ৬. গ্রহণ, অবলম্বন (নামধারণ, ভেকধারণ); ৭. বহন (শিরে কুম্ভধারণ)। [সং. √ ধৃ + ণিচ্ + অন]।