ধুনচি

ধুনচি, ধুনুচি [ dhunaci, dhunuci ] বি. ধুনো জ্বালাবার পাত্র। [বাং. ধুনা১. + তুর. চি]।

ধিনতাধিন

ধিনতাধিন, ধিনধিন [ dhinatā-dhina, dhina-dhina ] বি. নাচের আওয়াজ বা ভঙ্গি। ধ্বন্যা.]।

ধিনিকেষ্ট

ধিনিকেষ্ট [ dhini-kēṣṭa ] বি. (ব্যঙ্গে.) যে (কেষ্ট অর্থাত্ কৃষ্ণের মতো) ধিনধিন করে নেচে বেড়ায়; দায়িত্বহীন ফুর্তিবাজ লোক। [বাং. ধিন + ই + কেষ্ট]।

ধিয়া

ধিয়া, ধিয়া-তা ধিয়া [ dhiẏā, dhiẏā-tā dhiẏā ] বি. নাচ ও বাদ্যের আওয়াজ বা ভঙ্গি। [ধ্বন্যা.]।

ধিঙ্গি

ধিঙ্গি [ dhiṅgi ] বিণ. ১. উচ্ছৃঙ্খল, স্বেচ্ছাচারিণী; ২. বেহায়া (ধিঙ্গি মেয়ে); ৩. উদ্দাম (ধিঙ্গি নাচ)। [তু. হি. ধীঙ্গধুকড়ী (=উচ্ছৃঙ্খলতা, গোলমাল)]।

ধার্য

ধার্য [ dhārya ] বিণ. ১. ধারণযোগ্য, ধারণীয়; ২. বহনীয়; ৩. (বাং.) নির্ধারিত (‘মোরা বড়ো বলে করেছি ধার্য’: রবীন্দ্র); স্হিরীকৃত, নির্দিষ্ট (দিন ধার্য করা, দাম ধার্য করা)। [সং. √ ধৃ + য]। ধার্যমাণ বিণ. ধরা বা স্হির করা হচ্ছে এমন।

ধার্যমাণ

ধার্যমাণ বিণ. ধরা বা স্হির করা হচ্ছে এমন।

ধাষ্ট্য

ধাষ্ট্য [ dhāṣṭya ] বি. ধৃষ্টতা, ঔদ্ধত্য। [সং. ধৃষ্ট + য]।

ধার্তরাষ্ট্র

ধার্তরাষ্ট্র [ dhārta-rāṣṭra ] বি. রাজা ধৃতরাষ্ট্রের পুত্র। [সং. ধৃতরাষ্ট্র + অ]।

ধুকধুকানি

ধুকধুকানি, ধুকপুকানি বি. ১. মৃদু হৃত্স্পন্দন; ২. মানসিক অশান্তি, অস্হিরতা বা উদ্বেগ; ছটফটানি।