ধ ধুঁধুল ধুঁদুল, ধুঁধুল [ dhundula, dhundhula ] বি. ব্যঞ্জনে ব্যবহৃত ঝিঙেজাতীয় ফলবিশেষ। [বাং. ধুন্দুল]।
ধ ধুঁদুল ধুঁদুল, ধুঁধুল [ dhundula, dhundhula ] বি. ব্যঞ্জনে ব্যবহৃত ঝিঙেজাতীয় ফলবিশেষ। [বাং. ধুন্দুল]।
ধ ধুম্বল ধুমুল, ধুম্বল [ dhumula, dhumbala ] বি. ১. ঢাক; ২. ঢাকের বাদ্য, ঢাকের আওয়াজ। [বাং. ধুম্বল-ধ্বন্যা.]।
ধ ধুমুল ধুমুল, ধুম্বল [ dhumula, dhumbala ] বি. ১. ঢাক; ২. ঢাকের বাদ্য, ঢাকের আওয়াজ। [বাং. ধুম্বল-ধ্বন্যা.]। ধুমুল দেওয়া ক্রি. ১. ঢাক বা খোল বাজানো; ২. জোরে প্রচার করা, ঢেঁড়া পিটানো।
ধ ধারক ধারক [ dhāraka ] বিণ. ১. ধারণকারী, যে ধরে রেখেছে (সভ্যতার ধারক); ২. পুস্তক সামনে ধরে পুরাণপাঠকের অশুদ্ধি সংশোধনকারী; ৩. মন্ত্রপাঠ করানোর বৃত্তি অবলম্বনকারী; ৪. ঋণগ্রহণকারী; ৫. দাস্ত বা উদরাময়রোধক (ধারক ওষুধ)। ☐ বি. উদরাময়ের ওষুধ। [সং. √ ধৃ + ণিচ্ + অক]। বি. ধারকতা।
ধ ধামা ধামা [ dhāmā ] বি. শস্যাদি রাখবার বা মাপবার জন্য বেতের তৈরি ঝুড়িবিশেষ। [সং. ধামক]। ধামাচাপা বিণ. অন্যায়ভাবে লোকচক্ষুর আড়ালে আনা হয়েছে এমন (ব্যাপারটাকে এভাবে ধামাচাপা দেওয়া উচিত হয়নি)। ধামাধরা বিণ. তোষামুদে।
ধ ধামাচাপা ধামাচাপা বিণ. অন্যায়ভাবে লোকচক্ষুর আড়ালে আনা হয়েছে এমন (ব্যাপারটাকে এভাবে ধামাচাপা দেওয়া উচিত হয়নি)।