ধ ধেড়া ধেড়া, ধ্যাড়া [ dhēḍā, dhyāḍā ] ক্রি. ধ্যাড়ানো। [দেশি]। ধেড়ানো ক্রি. ১. বেসামাল হয়ে মলত্যাগ করে কাপড়চোপড় নষ্ট করা; ২. (আল.) অপটুতার দরুন কাজ পণ্ড করা। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে।
ধ ধৃষ্ট ধৃষ্ট [ dhṛṣṭa ] বিণ. ১. উদ্ধত, দুর্বিনীত; ২. স্পর্ধিত্ব; ৩. প্রগল্ভ; ৪. নির্লজ্জ; ৫. লম্পট। ☐ বি. (অল.) নির্লজ্জ নায়কবিশেষ। [সং. √ ধৃষ্ + ত]। বি. ধৃষ্টতা। স্ত্রী. ধৃষ্টা।
ধ ধৃতি ধৃতি [ dhṛti ] বি. ১. ধারণ; ২. স্হিরচিত্ততা; ধৈর্য (ধৃতিমান); ৩. সন্তোষ; ৪. অধ্যবসায়; ৫. উদ্যম, উত্সাহ। [সং. √ ধৃ + তি]। ধৃতিমান বিণ. ১. স্হিরচিত্ত; ২. ধৈর্যশীল; ৩. অধ্যবসায়। ধৃতিহোম বি. হিন্দু বিবাহে করণীয় হোমবিশেষ।