ধন

ধন [ dhana ] বি. 1 অর্থ, টাকাকড়ি (ধনশালী, ধনবল, ধনদৌলত); 2 মহামূল্য কাম্য সামগ্রী (‘প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে’: রবীন্দ্র); 3 স্নেহের পাত্রকে সম্বোধন (যাদুধন, বাপধন); 4 সম্পদ (গোধন); 5 (গণি.) যোগচিহ্ন; ‘+’ (ধনচিহ্ন)। [সং. √ ধন্ + অ]। ধনকুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি। ধনক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়। ধনগর্ব বি. ধনবান হওয়ার জন্য অহংকার। ধনগৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা। ধনজন বি. 1 অর্থবল ও লোকবল; 2 অর্থ ও পরিজন (‘ধনে জনে আছি জড়ায়ে’: রবীন্দ্র)। ধনঞ্জয় বি. (ধন জয়কারী) অর্জুন। ধনতন্ত্র বি. পুঁজিবাদ, capitalism. ধনতৃষা, ধনতৃষ্ণা বি. অর্থলাভের প্রবল বাসনা। ধনদ বিণ. ধনদানকারী। ☐ বি. ধনের অধিদেবতা কুবের। ধনদা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। ধনদাতা (-তৃ)  ধনদায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ধনদাত্রী, ধনদায়িকা, ধনদায়িনী। ধনদাস বি. 1 ধনলাভের জন্য বা...

ধোসা

ধোসা1 [ dhōsā1 ] বি. পশমি গায়ের চাদর, পশমি গাত্রবস্ত্রবিশেষ। [হি. ধুস্সা]। দোসা, ধোসা২ [ dōsā, dhōsā ] বি. চালের গুঁড়ো ও কলাইয়ের ডালবাটা দিয়ে প্রস্তুত দক্ষিণ ভারতীয় খাবারবিশেষ। [তা. ধোসা]।  

ধ্রুবপদ

ধ্রুবপদ বি. ১. ধ্রুপদ; ২. স্হিরপদ (‘যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি’: রবীন্দ্র); ৩. ধুয়া।

ধ্বজ

ধ্বজ [ dhbaja ] বি. ১. পতাকা, নিশান (গরুড়ধ্বজ); ২. পুরুষাঙ্গ (ধ্বজভঙ্গ)। [সং. √ ধ্বজ্ + অ]। ধ্বজদণ্ড বি. যে দণ্ড বা লাঠিতে পতাকা বাঁধা থেকে। ধ্বজপট বি. পতাকা। ধ্বজবজ্রাঙ্কুশ বি. ১. ধ্বজ বজ্র ও অঙ্কুশ-বিষ্ণুর পদতলের এই তিন চিহ্ন; ২. (জ্যোতিষ.) রাজচিহ্নবিশেষ। ধ্বজভঙ্গ বি. পুরুষের যৌন অক্ষমতা রোগ। ☐ বিণ. যৌন অক্ষমতারোগে আক্রান্ত (ধ্বজভঙ্গ পুরুষ)। ধ্বজী (-জিন্) বিণ. পতাকাধারী।

ধ্বজদণ্ড

ধ্বজদণ্ড বি. যে দণ্ড বা লাঠিতে পতাকা বাঁধা থেকে।