ধ ধরণ ধরন, ধরণ [ dharana, dharaṇa ] বি. ১. পদ্ধতি, ভঙ্গি, ঢং (‘আমরা বিলিতি ধরণে হাসি, আমরা ফরাসি ধরণে কাশি’: দ্বি. রা.); ২. আকৃতি, চেহারা, চালচলন (চলার ধরন দেখে সন্দেহ হচ্ছে)। [সং. ধরণ]। ধরণধারণ বি. চালচলন, হাবভাব।
ধ ধরাট ধরাট [ dharāṭa ] বি. ক্রয়বিক্রয়ের বাটা বা কমিশন, ছাড়, দামের যে অংশ বাদ ধরা হয়, ধরতা। [বাং. ধরা + আট]।