ধর্মভীরু

ধর্মভীরু বিণ. ধর্মহানি বা পাপকে ভয় করে চলে এমন; ধার্মিক। বি. ধর্মভীরুতা।

ধর্মসংগীত

ধর্মসংগীত বি. ধর্মভাবের গান, ভক্তিগীতি, ভজন।

ধর্মসংস্কার

ধর্মসংস্কার বি. কোনো বিশেষ ধর্মের উন্নতিসাধনের জন্য প্রয়াস।

ধর্মসংস্হাপক

ধর্মসংস্হাপক বি. ধর্মপ্রবর্তক, যিনি ধর্ম প্রতিষ্ঠা করেন।

ধর্মসংহিতা

ধর্মসংহিতা বি. মনু যাজ্ঞবল্ক্য প্রভৃতির প্রণীত মূল স্মৃতিগ্রন্হ; ধর্মীয় ও সামাজিক অনুশাসনসংবলিত গ্রন্হ।

ধর্মসভা

ধর্মসভা বি. ধর্মের আলোচনা, উন্নতি ও সংরক্ষণের উদ্দেশ্যে স্হাপিত বা আয়োজিত সভা।