দ্রবত্ব

দ্রবতা, দ্রবত্ব বি. দ্রবীভবন; তরলতা।

দ্রবতা

দ্রবতা, দ্রবত্ব বি. দ্রবীভবন; তরলতা।

দ্রাঘিমা

দ্রাঘিমা [ drāghimā ] (-মন্) বি. 1 কোনো নির্দিষ্ট মধ্যরেখা থেকে (যেমন গ্রিনিচস্হিত মধ্যরেখা) অন্য কোনো স্হানের মধ্যরেখার কৌণিক দূরত্ব, দেশান্তর, longitude (বি. প.); 2 দৈর্ঘ্য। [সং. দীর্ঘ + ইমন্]। দ্রাঘিমাংশ বি. দ্রাঘিমা বা দ্রাঘিমা রেখা। দ্রাঘিমারেখা বি. দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বোঝাবার কল্পিত রেখা।

দ্রব্যময়

দ্রব্যময় বিণ. দ্রব্যে বা উপকরণে পূর্ণ (দ্রব্যময় যজ্ঞ)।

দ্রব্যজাত

দ্রব্যজাত বিণ. দ্রব্যাদির দ্বারা উত্পন্ন। ☐ বি. দ্রব্যসমূহ।

দ্রব্যগুণ

দ্রব্যগুণ বি. 1 পদার্থের ধর্ম বা ক্রিয়া; 2 প্রাণিদেহের উপর দ্রব্যের প্রভাব বা ক্রিয়া; 3 বিভিন্ন দ্রব্যের গুণাবলি সম্পর্কে আয়ুর্বেদীয় গ্রন্হবিশেষ।