দ
দ১–বাংলা বর্ণমালার অষ্টাদশ ব্যঞ্জনবর্ণ, ত বর্গের তৃতীয় বর্ণ, দন্ত্য দ্-ধ্বনির দ্যোতক বর্ণ। হাড়গোড় ভাঙ্গা দ–মাথাবুক হাঁটুর মধ্যে ঢুকিয়ে (দ-অক্ষরের মতো) বসে থাকতে হয় এমন অবস্থা। দ২–বি. দহ, জলাভূমি, গর্ত (‘পেটে পড়ল দ’: দ্বি.রা)। [দহ দ্র]। দয়ে মজানো ক্রি. বি. ১. নদীগর্ভের গর্তে ডুবানো। ২. (আল.) বিপদে ফেলা, সর্বনাশ করা। -দ–বিণ. প্রদানকারী, দাতা (সুখদ, জলদ)। [সং. √ দা + অ]। স্ত্রী. দা (সুখদা, মানদা)।