দ্রাব

দ্রাব [ drāba ] বি. দ্রবণ, গলন। [সং. √ দ্রু + অ]। দ্রাবক বিণ. দ্রবকারক, solvent (বি.প.)। দ্রাবণ বি. দ্রবীকরণ, তরল বা দ্রব করা। দ্রাবিত বিণ. দ্রব করা বা গলানো হয়েছে এমন (দ্রাবিত লবণ)।

দণ্ডবত প্রণাম

দণ্ডবত প্রণাম / দণ্ডবৎ প্রণাম — দণ্ডের মতো ভূমিতে পড়ে প্রণাম।  

দ্রাঘিমারেখা

দ্রাঘিমারেখা বি. দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বোঝাবার কল্পিত রেখা।

দ্রোণ

দ্রোণ [ drōṇa ] বি. 1 কুরুপাণ্ডবের অস্ত্রগুরুর নাম, দ্রোণাচার্য; 2 শস্যাদির পরিমাণবিশেষ; 3 শস্যাদি পরিমাপের পাত্রবিশেষ; 4 দাঁড়কাক; 5 ফুলবিশেষ বা তার গাছ, দণ্ডকলস। [সং. √দ্রু + ন]। দ্রোণকাক বি. দাঁড়কাক। দ্রোণপুষ্প বি. দণ্ডকলস ফুল।

দ্রুতবেগে

দ্রুতবেগে ক্রি-বিণ. অত্যন্ত দ্রুততার সঙ্গে; সত্বর, বেগে।

দ্রুতপদে

দ্রুতপদে ক্রি-বিণ. 1 অত্যন্ত তাড়াতাড়ি হেঁটে; 2 ক্ষিপ্রতার সঙ্গে, সত্বর।