ঢ ঢিলে ঢিলা, (কথ্য) ঢিলে [ ḍhilā, (kathya) ḍhilē ] বিণ. ১. শিথিল (ঢিলা জামা পরেছে); ২. বন্ধনহীন (ঢিলাহাতা পাঞ্জাবি); ৩. অলস (ঢিলা লোক)। ☐ বি. শৈথিল্য; আলস্য; অযত্ন (কাজে ঢিলা দেওয়া)। [প্রাকৃ. সিঢিল < সং. শিথিল]। ঢিলামি বি. শৈথিল্য, আলস্য।
ঢ ঢোলা ঢোলা১ [ ḍhōlā ] বিণ. ঢলঢলে, ঢিলা, আলগা (ঢোসকা চেহারা)। [দেশি তু. হি. ধুস্সা]। ঢোলা২ [ ḍhōlā ] ঢুলা -র চলিত রূপ। [ঢুল দ্র]।