টাল
টাল১ [ ṭāla ] বি. স্তূপ, গাদা (টাল দিয়ে আলু রাখা)। [হি.]। টাল২ [ ṭāla ] বি. ১. বাঁকা ভাব (তলোয়ারে টাল আছে); ২. এক দিকে ঝোঁক (চাকায় টাল আছে); ৩. হেলে পড়ার ভাব (টাল খেয়ে চলা); ৪. ধাক্কা, ঝুঁকি, বিপদ (টাল সামলানো); ৫. স্তোকবাক্য, ছলনা। [সং. √ টল্]। টালবাহানা বি. দেরি; মিথ্যা ওজর। টালমাটাল বি. অতিশয় অস্হিরতা, চাঞ্চল্য, সংশয় বা বিপদের ভাব (টালমাটাল চলছে)। ☐ বিণ. অতিশয় অস্হির বা নড়বড়ে (কোম্পানির এখন টালমাটাল অবস্হা)।
টিকা
টিকা১ [ ṭikā১ ] বি. কয়লার গুঁড়ো ইত্যাদিতে প্রস্তুত গুটিকার আকৃতিবিশিষ্ট জ্বালানিবিশেষ। [হি. টিকিয়া]। টিকা২ [ ṭikā২ ] বি. তিলক, কপালের ফোঁটা (রাজটিকা)। [প্রাকৃ. টিক্ক < সং. তিলক]। টিকা পরানো বি. ক্রি. কপালে চন্দনাদির ফোঁটা দেওয়া। টিকা৩ [ ṭikā৩ ] বি. দেহে ক্ষত করে বা সুচ বিদ্ধ করে বসন্তাদি রোগের প্রতিষেধক বীজ প্রয়োগ। [তু. সং. গুটিকা, বটিকা]। টিকা ওঠা ক্রি. বি. টিকার ঘা পেকে ওঠা। ̃ দার বি. যে টিকা দেয়। টিকা৪, টেকা [ ṭikā৪, ṭēkā ] বি. ক্রি. ১. থাকা, তিষ্ঠানো (ঘরে আর টিকতে পারছি না); ২. স্হায়ী হওয়া (এ জুতো টিকবে?); ৩. বজায় থাকা (ধোপে টিকবে না); ৪....