টানাহ্যাঁচড়া
টানাহেঁচড়া, টানাহ্যাঁচড়া বি. হেঁচড়ে হেঁচড়ে বা অনিচ্ছার সঙ্গে জোর করে টানা; কষ্টেস়ৃষ্টে চালানো; জোর করে কোনো কাজে প্রবৃত্ত করা।
টানাহেঁচড়া
টানাহেঁচড়া, টানাহ্যাঁচড়া বি. হেঁচড়ে হেঁচড়ে বা অনিচ্ছার সঙ্গে জোর করে টানা; কষ্টেস়ৃষ্টে চালানো; জোর করে কোনো কাজে প্রবৃত্ত করা।
টুকা
টুকা১, টোকা১ [ ṭukā, ṭōkā ] ক্রি. ১. দোষের উল্লেখ করা; ২. তিরস্কার করা (কথায় কথায় লোককে টোকে)। ☐ বি. উক্ত অর্থে। [হি. √ টোক]। টুকা২, টোকা২ [ ṭukā, ṭōkā ] ক্রি. ১. লিখে নেওয়া, লেখা (পুলিশ সব টুকে নিয়েছে); ২. নকল করা (কবিতাগুলি খাতায় টুকে রাখছে); ৩. অবৈধভাবে অন্যের বই বা কাগজ থেকে নকল করা (টুকে পাশ করেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। টুকাটুকি বি. পরীক্ষার্থীদের অবৈধভাবে পরস্পরের খাতা-বই থেকে নকল করা। [দেশি-তু. হি. টোক]। টুকা৩ [ ṭukā ] ক্রি. টাকা, সেলাই করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ টঙ্ক্ + বাং. আ]। টুকানো ক্রি. টাঁকানো, সেলাই...