টলমলায়মান

টলমলায়মান, টলমলে বিণ. টলমল করছে এমন; দোলায়মান, পতনোম্মুখ।

টলমলা

টলমলা ক্রি. টলমল করা; টলমল করানো।

টলমল

টলমল [ ṭala-mala ] বি. ১. অস্হির আন্দোলিত বা পতনোম্মুখ হওয়ার লক্ষণ (ধরণী টলমল করছে); ২. উচ্ছলিত হওয়ার লক্ষণ (বর্ষায় নদীর জল টলমল করছে)। [বাং. টল + মল (সহচর শব্দ)]। ☐ বিণ. উক্ত সব অর্থে (টলমল অবস্হা)। টলমলা ক্রি. টলমল করা; টলমল করানো। টলমলানি বি. টলমল করার অবস্হা। টল-মলায়-মান, টল-মলে বিণ. টলমল করছে এমন; দোলায়মান, পতনোম্মুখ।

টর্পেডো

টর্পেডো [ ṭarpēḍō ] বি. ডুবোজাহাজ থেকে ছোড়া হয় এমন চুরুটের আকৃতিবিশিষ্ট ক্ষেপণাস্ত্র। [ইং. torpedo]।

টর্নাডো

টর্নাডো [ ṭarnāḍō ] বি. ঘূর্ণিবায়ুযুক্ত প্রবল ঝড়বিশেষ। [ইং. tornado]।

টর্চ

টর্চ [ ṭarca ] বি. ব্যাটারির সাহায্যে জ্বলে এমন আধুনিক বাতিবিশেষ। [ইং. torch]।

টরেটক্কা

টরেটক্কা [ ṭarē-ṭakkā ] বি. তারবার্তা পাঠাবার সাংকেতিক ভাষাবিশেষ। [ধ্বন্যা.]।

টরটরে

টরটরে বিণ. দ্রুত ও ছোট ছোট পায়ে চলে এমন; কথাবার্তায় খুব চালাকচতুর ও চটপটে।

ট বর্গ

ট বর্গ [ ṭa barga ] বি. (ব্যাক.) ট ঠ ড ঢ ণ এই পাঁচটি বর্ণ।