টহলদারি

টহলদারি বি. টহলদারের বৃত্তি বা কাজ।

টা

টা [ ṭā ] নির্দেশক আশ্রিত পদ বা প্রত্যয়কল্প অব্যয়বিশেষ (একটা, খানিকটা); ব্যক্তি বিষয় বা বস্তু নির্দেশে (মেয়েটা, আমটা, কাজটা); অবজ্ঞা বা অনাদরে (‘রাজাটা খেপেছে রে’: রবীন্দ্র; হচ্ছেটা কী?)।

টহলদার

টহলদার বি. ১. চৌকিদার; ২. ভিক্ষার জন্য গান গেয়ে ভ্রমণকারী; ৩. পর্যটনকারী; ৪. পাহারাওয়ালা।

টহল

টহল [ ṭahala ] বি. ১. পায়চারি; ২. পর্যটন (দুনিয়াময় টহল দেওয়া); ৩. ঘুরে ঘুরে পাহারা (পুলিশ সারা শহর টহল দিচ্ছে)। [হি. টহল্না]। টহলদার বি. ১. চৌকিদার; ২. ভিক্ষার জন্য গান গেয়ে ভ্রমণকারী; ৩. পর্যটনকারী; ৪. পাহারাওয়ালা। টহলদারি বি. টহলদারের বৃত্তি বা কাজ। টহলানো বি. ক্রি. ১. টহল দেওয়া বা দেওয়ানো; ২. ঘোড়াকে হাঁটানো।

টাইপরাইটার

টাইপরাইটার বি. লেখার বা অক্ষর ছাপার যন্ত্রবিশেষ, typewriter.

টসটস

টসটস [ ṭasa-ṭasa ] বি. ১. রসে পরিপূর্ণ হওয়ার ভাব (ফলটা পেকে টসটস করছে); ২. ফোঁটায় ফোঁটায় পড়ার বা জল রস পুঁজ প্রভৃতিতে পূর্ণ হওয়ার ভাব (ফোঁড়াটা টসটস করছে)। [ধ্বন্যা.]। টসটসে বিণ. টসটস করছে এমন; ফোঁটা ফোঁটা পড়ছে এমন; রসে বা পুঁজে ভরতি এমন (টসটসে ফোঁড়া)।

টসটসে

টসটসে বিণ. টসটস করছে এমন; ফোঁটা ফোঁটা পড়ছে এমন; রসে বা পুঁজে ভরতি এমন (টসটসে ফোঁড়া)।

টসকানো

টসকা, টসকানো [ ṭasakā, ṭasakānō ] ক্রি. ১. অস্বাভাবিক হওয়া; ২. ভগ্নস্বাস্হ্য হওয়া (শরীরটা টসকেছে); ৩. সহজে ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া (সে অত সহজে টসকাবে না)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. √ টস্ = ফাটা, মচকানো]।

টসকা

টসকা, টসকানো [ ṭasakā, ṭasakānō ] ক্রি. ১. অস্বাভাবিক হওয়া; ২. ভগ্নস্বাস্হ্য হওয়া (শরীরটা টসকেছে); ৩. সহজে ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া (সে অত সহজে টসকাবে না)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. √ টস্ = ফাটা, মচকানো]।

টলমলে

টলমলায়মান, টলমলে বিণ. টলমল করছে এমন; দোলায়মান, পতনোম্মুখ।