টাইব্রেকার
টাইব্রেকার [ ṭāi-brēkāra ] বি. ফুটবল হকি প্রভৃতি খেলায় জয়পরাজয়ের নিষ্পত্তির জন্য পেনালটির স্হান থেকে উভয় পক্ষের পরপর গোল করা। [ইং. tie-breaker]।
টলা
টলা [ ṭalā ] ক্রি. ১. বিচলিত হওয়া (মন টলানো); ২. স্হানভ্রষ্ট হওয়া, বিচ্যুত হওয়া, কম্পিত বা আন্দোলিত হওয়া (পা টলছে); ৩. অন্যথা বা নড়চড় হওয়া (তার প্রতিজ্ঞা টলবে না)। [বাং. √ টল্ + আ]। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। টলানো ক্রি. বি. বিচলিত করা; স্হানচ্যুত করা, নড়ানো; কম্পিত বা আন্দোলিত করা; অন্যথা করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।
টাইপ
টাইপ [ ṭāipa ] বি. ১. অক্ষর (ছাপাখানার টাইপ, টাইপরাইটারের টাইপ); ২. ধরন, প্রকার (বদ টাইপের লোক, নাটকে টাইপ সৃষ্টি করা)। [ইং. type]। টাইপ করা ক্রি. বি. টাইপরাইটারে লেখা বা ছাপ দেওয়া। টাইপরাইটার বি. লেখার বা অক্ষর ছাপার যন্ত্রবিশেষ, typewriter. টাইপিস্ট বি. টাইপ করার কর্মে নিযুক্ত ব্যক্তি, (পরি.) মুদ্রলেখক।