টাইমধরা

টাইমধরা, টাইমবাঁধা বিণ. বাঁধা বা নির্দিষ্ট সময়ে করে বা করতে হয় এমন (টাইম-বাঁধা খাওয়া)।

টাঁসা

টাঁসা [ ṭāmsā ] ক্রি. ১. হাতে-পায়ে রক্তচলাচল বন্ধ হয়ে শক্ত হয়ে যাওয়া; ২. (বিদ্রূপে) মরে যাওয়া বা মরে কাঠ হয়ে যাওয়া (বুড়োটা টেঁসে গেছে)। [দেশি]।

টাইমবাঁধা

টাইমধরা, টাইমবাঁধা বিণ. বাঁধা বা নির্দিষ্ট সময়ে করে বা করতে হয় এমন (টাইম-বাঁধা খাওয়া)।

টাইমকিপার

টাইমকিপার বি. কারখানা ও অন্যান্য স্হানে কর্মচারীদের হাজিরার সময়রক্ষক; কোনো কাজের বা বিষয়ের সময়রক্ষক।

টাইমকল

টাইমকল বি. (আঞ্চ.) নির্দিষ্ট সময়ে যে কল থেকে জল পাওয়া যায়; রাস্তার জলের কল।

টাইম

টাইম [ ṭāima ] বি. সময়; অবকাশ (নিশ্বাস ফেলারও টাইম নেই)। [ইং. time] টাইমকল বি. (আঞ্চ.) নির্দিষ্ট সময়ে যে কল থেকে জল পাওয়া যায়; রাস্তার জলের কল। টাইমকিপার বি. কারখানা ও অন্যান্য স্হানে কর্মচারীদের হাজিরার সময়রক্ষক; কোনো কাজের বা বিষয়ের সময়রক্ষক। টাইমটেবল বি. সময়সারণি; রেল কারখানা ইত্যাদির সময়সূচি। টাইমধরা, টাইমবাঁধা বিণ. বাঁধা বা নির্দিষ্ট সময়ে করে বা করতে হয় এমন (টাইম-বাঁধা খাওয়া)। টাইমপিস বি. টেবিলঘড়ি।

টাঁকশাল

টাঁকশাল [ ṭānka-śāla ] বি. মুদ্রা প্রস্তুত হয় এমন কারখানা, mint. [সং. টঙ্কশাল]।

টাউনহল

টাউনহল বি. নাগরিকদের সর্বজনীন মিলনগৃহ।

টাউন

টাউন [ ṭāuna ] বি. ১. শহর, নগর; ২. ছোট শহর। [ইং. town]। টাউনহল বি. নাগরিকদের সর্বজনীন মিলনগৃহ।