টুঁ

টুঁ [ ṭu ] বি. ১. ‘টুঁ’-এই শব্দ; সামান্যতম শব্দ (কোথাও টুঁ শব্দ শোনা যাচ্ছে না); ২. ক্ষীণ প্রতিবাদ (কেউ টুঁ শব্দটি করল না)। [ধ্বন্যা.]।

টিভি

টিভি [ ṭibhi ] বি. টেলিভিজন, দূরদর্শন। [ইং. television এর সংক্ষিপ্ত রূপ]।

টিফিন

টিফিন [ ṭiphina ] বি. ১. (প্রধানত) অপরাহ্নের জলযোগ; ২. অপরাহ্নের জলযোগের জন্য স্কুল, অফিস ইত্যাদিতে বিরতি। [ইং. tiffin]।

টিনটিনে

টিনটিনে বিণ. খুব কৃশ, টিনটিন করে এমন (রোগা টিনটিনে ছেলে)।

টিনটিন

টিনটিন [ ṭina-ṭina ] বি. অতিশয় কৃশতার ভাব। [দেশি। টিনটিনে বিণ. খুব কৃশ, টিনটিন করে এমন (রোগা টিনটিনে ছেলে)।

টিনচার আয়োডিন

টিনচার আয়োডিন [ ṭinacāra āẏōḍina ] বি. ক্ষতাদির পচনরোধক ওষুধবিশেষ। [ইং. tincture iodine]।

টিন

টিন [ ṭina ] বি. ১. নমনীয় ধাতুবিশেষ; ২. রাং; ৩. রাঙের কলাই-করা লোহার পাত; ৪. ক্যানেস্তারা, টিনের পাত্র (তেলের টিন)। [ইং. tin]।

টিকিং

টিকিন, টিকিং [ ṭikina, ṭiki ] বি. গদি তোশক বালিশ প্রভৃতির খোল তৈরির জন্য ব্যবহৃত মোটা কাপড়বিশেষ। [ইং. ticking]।

টিকিন

টিকিন, টিকিং [ ṭikina, ṭiki ] বি. গদি তোশক বালিশ প্রভৃতির খোল তৈরির জন্য ব্যবহৃত মোটা কাপড়বিশেষ। [ইং. ticking]।

টিকির দেখা নেই

টিকির দেখা নেই (কৌতু.) মোটেই দেখতে না পাওয়া, সম্পূর্ণ অদর্শন (তোমাকে হন্যে হয়ে খুঁজছি, অথচ তোমার টিকির দেখা নেই)।