টেম্পেরা

টেম্পেরা [ ṭēmpērā ] বি. চিত্রাঙ্কনে রং প্রয়োগের পদ্ধতিবিশেষ। [ইং. tempera]।

টেমি

টেমি [ ṭēmi ] বি. কেরেসিন তেলে জ্বালবার ছোট কুপি বা ডিবে। [হি. টেম]।

টুলি

টুলি [ ṭuli ] বি. পল্লি, পাড়া, বসতি (কামারটুলি, বাঙালিটুলি)। [হি. টোলী]।

টুল

টুল [ ṭula ] বি. একজনের বসবার উপযোগী ছোট চৌকিবিশেষ। [ইং. stool]।

টুর্নামেণ্ট

টুর্নামেণ্ট [ ṭurnāmēṇṭa ] বি. সাধারণত খেলাধূলার প্রতিযোগিতা বা প্রতিযোগিতার বর্ণাঢ্য অনুষ্ঠান। [ইং. tournament]।

টুয়ানো

টুয়ানো [ ṭuẏānō ] ক্রি. ১. (আঞ্চ.) অন্ধকারে বা আন্দাজে হাতড়ে হাতড়ে চলা বা ঠাহর করা; ২. লেলিয়ে দেওয়া, পিছনে লাগিয়ে দেওয়া (ছেলের দলকে আমার পিছনে টুইয়ে দিয়েছে)। [দেশি]।

টুঁ

টুঁ [ ṭu ] বি. ১. ‘টুঁ’-এই শব্দ; সামান্যতম শব্দ (কোথাও টুঁ শব্দ শোনা যাচ্ছে না); ২. ক্ষীণ প্রতিবাদ (কেউ টুঁ শব্দটি করল না)। [ধ্বন্যা.]।

টুইল

টুইল [ ṭuila ] বি. পশমের কাপড়বিশেষ। [ইং. twill]।

টীকা

টীকা [ ṭīkā ] বি. দুরূহ শব্দাদির ব্যাখ্যা বা ব্যাখ্যাপুস্তক; ভাষ্য, ব্যাখ্যান। [সং. √ টীক্ + অ + আ]।

টুইড

টুইড [ ṭuiḍa ] বি. পশমের বা পশম ও সুতির মিশ্র বুনটের কাপড়বিশেষ। [ইং. tweed]।