ট টেলিফোন টেলিফোন [ ṭēli-phōna ] বি. তড়িত্সংযুক্ত তারের সাহায্যে দূরবর্তী ব্যক্তির সঙ্গে কথোপকথন বা তার যন্ত্র, (পরি.) দূরভাষ। [ইং. telephone]।
ট টেলিস্কোপ টেলিস্কোপ [ ṭēli-skōpa ] বি. দূরের বস্তুকে কাছে ও বড় দেখার যন্ত্রবিশেষ। [ইং. telescope]।
ট টেলিগ্রাম টেলিগ্রাম [ ṭēli-grāma ] বি. টেলিগ্রাফের সাহায্যে প্রেরিত বার্তা, তারবার্তা। [ইং. telegram]।
ট টেলিগ্রাফ টেলিগ্রাফ [ ṭēli-grāpha ] বি. বিদ্যুত্সংযুক্ত তারের সাহায্যে বার্তা প্রেরণের পদ্ধতি বা যন্ত্র। [ইং. telegraph]।
ট টেম্পো টেম্পো [ ṭēmpō ] বি. ১. কর্মোদ্যম; দ্রুত কাজের উত্সাহ; ২. দ্রুততা; ৩. তিন চাকাবিশিষ্ট মালবাহী ভ্যানজাতীয় বাষ্পচালিত যানবিশেষ। [ইং. tempo]।