ট টুঁটি টুঁটি [ ṭunṭi ] বি. ১. কণ্ঠনালী; ২. কণ্ঠ। [হি. টেঁটুয়া]। টুঁটি ছেঁড়া ক্রি. বি. ১. কণ্ঠ ছিন্ন করা; ২. বধ করা। টুঁটি টেপা ক্রি. বি. কণ্ঠরোধ করা; কথা বলতে না দেওয়া; গলা টিপে ধরা।
ট টিমটিম করা টিমটিম করা ক্রি. বি. ১. ক্ষীণভাবে জ্বলা; ২. অতিকষ্টে বা কোনোরকমে অস্তিত্ব বজায় রাখা (সারা গ্রামে একটা পাঠশালা টিমটিম করছে)।
ট টুকটাক টুকটাক [ ṭuka-ṭāka ] বিণ. সামান্য, অল্পস্বল্প, ছোটখাটো (টুকটাক কাজকর্ম করে)। ☐ বি. ছোটখাটো কাজকর্ম (টুকটাক করে)। [দেশি]। টুকটাক করে ক্রি-বিণ. কোনোরকমে; নানা উপায়ে, এটাসেটা করে (টুকটাক করে সংসারটা চালায়)।
ট টিমটিম টিমটিম [ ṭima-ṭima ] বি. মিটমিট করার ভাব (আলোটা টিমটিম করছে)। [ধ্বন্যা. তু. হি. টিমটিমানা]। টিমটিম করা ক্রি. বি. ১. ক্ষীণভাবে জ্বলা; ২. অতিকষ্টে বা কোনোরকমে অস্তিত্ব বজায় রাখা (সারা গ্রামে একটা পাঠশালা টিমটিম করছে)। টিমটিমে বিণ. টিমটিম করে এমন; ক্ষীণ, অনুজ্জ্বল।
ট টিপ টিপ টিপ টিপ [ ṭipa ṭipa ] বি. ১. টপ টপ থেকে মৃদুতর শব্দ; ২. ক্রমাগত মৃদু বৃষ্টিপাতের শব্দ (টিপ টিপ করে বৃষ্টি পড়া); ৩. মৃদু শিখা (প্রদীপটা টিপ টিপ করে জ্বলছে); ৪. ভয় বা বেদনার জন্য মৃদু স্পন্দনের ভাব (বুক টিপ টিপ করা)। [দেশি]। টিপটিপানি বি. টিপ টিপ করার ভাব বা অবস্হা; দুরুদুরু ভাব।
ট টিটির টিটিভ, টিট্টিভ, টিটির [ ṭiṭibha, ṭiṭṭibha, ṭiṭira ] বি. ‘টি-টি’ শব্দকারী পাখিবিশেষ। [সং. টিট্টিভ]।
ট টিট্টিভ টিটিভ, টিট্টিভ, টিটির [ ṭiṭibha, ṭiṭṭibha, ṭiṭira ] বি. ‘টি-টি’ শব্দকারী পাখিবিশেষ। [সং. টিট্টিভ]।