ট টুকু টুকু, টুকুন [ ṭuku, ṭukuna ] পরিমাণ বা আকারের অল্পতাসূচক পদাশ্রিত নির্দেশকবিশেষ (এইটুকু ছেলে, এতটুকুন খাবার, কতটুকু দুধ)। [দেশি]।
ট টুকিটাকি টুকিটাকি [ ṭuki-ṭāki ] বি. যত্সামান্য অংশ, সামান্য কাজ (কিছু টুকিটাকি বাকি আছে)। ☐ বিণ. ১. ছোটখাটো (টুকিটাকি কাজ); ২. যত্সামান্য, একটু-আধটু (টুকিটাকি খাবার)। [দেশি]।
ট টুকরো টুকরা, (কথ্য) টুকরো [ ṭukarā, (kathya) ṭukarō ] বি. কাঁটা বা ছেঁড়া অংশ (রুটির টুকরো, কাপড়ের টুকরো)। ☐ বিণ. ১. খণ্ড, ছোট ছোট অংশে বিভক্ত (টুকরো কাগজ, টুকরো জমি); ২. বিচ্ছিন্ন, সম্বন্ধহীন (টুকরো কথা, টুকরো হাসি)। [দেশি]।
ট টুকরা টুকরা, (কথ্য) টুকরো [ ṭukarā, (kathya) ṭukarō ] বি. কাঁটা বা ছেঁড়া অংশ (রুটির টুকরো, কাপড়ের টুকরো)। ☐ বিণ. ১. খণ্ড, ছোট ছোট অংশে বিভক্ত (টুকরো কাগজ, টুকরো জমি); ২. বিচ্ছিন্ন, সম্বন্ধহীন (টুকরো কথা, টুকরো হাসি)। [দেশি]।
ট টুক টুক [ ṭuka ] বি. ১. টক-এর চেয়ে মৃদুতর শব্দ; ২. টপ (টুক করে গেলা); ৩. দ্রুততাসূচক ভাব। [ধ্বন্যা.]। টুক টুক বি. ১. ক্রমাগত টুক শব্দ; ২. অক্ষমতার জন্য ধীরতাব্যঞ্জক (টুক টুক করে খায়); গুটিগুটি (টুক টুক করে চলে)।