ট্রেজারি

ট্রেজারি [ ṭrējāri ] বি. সরকারি ধনাগার বা কোষাগার, রাজকোষ। [ইং. treasury]।

ট্রে

ট্রে [ ṭrē ] বি. দ্রব্যসম্ভার রাখার উপযোগী এবং বারকোশের আকারবিশিষ্ট পাত্র বা আধার। [ইং. tray]।

ট্রাম

ট্রাম [ ṭrāma ] বি. শহরের বড়ো রাস্তায় লোহার লাইনের উপর দিয়ে চালিত ও বিদ্যুত্বাহিত যানবিশেষ। [ইং. tram-car]। ট্রামলাইন বি. যে লাইনের উপর দিয়ে ট্রাম চলে।

ট্রোফি

ট্রফি, ট্রোফি [ ṭraphi, ṭrōphi ] বি. প্রতিযোগিতায় বিজয়ীর প্রাপ্য পুরস্কার। [ইং. trophy]।

ট্রাফিক

ট্রাফিক [ ṭrāphika ] বি. বড় রাস্তায় চলাচলকারী যানবাহন বা যানবাহনের চলাচল। [ইং. traffic]।

ট্রফি

ট্রফি, ট্রোফি [ ṭraphi, ṭrōphi ] বি. প্রতিযোগিতায় বিজয়ীর প্রাপ্য পুরস্কার। [ইং. trophy]।

ট্রানজিস্টার

ট্রানজিস্টার [ ṭrāna-jisṭāra ] বি. ব্যাটারিচালিত বেতার যন্ত্র। [ইং. transistor]।

ট্রাঙ্ক

ট্রাঙ্ক [ ṭrāṅka ] বি. টিন, স্টিল প্রভৃতি ধাতুনির্মিত বড় বাক্স বা তোরঙ্গ। [ইং. trunk]।

ট্রাক

ট্রাক [ ṭrāka ] বি. লরি, ভারী মালবাহী মোটরযান। [ইং. truck]।