টোপর

টোপর [ ṭōpara ] বি. ১. হিন্দুদের বিবাহে বরের ব্যবহার্য শোলার তৈরি টুপিবিশেষ; ২. হিন্দুদের দেবদেবীর মাথার শোলার টুপি। [বাং. টোপ১. + র]।

টোড়ি

টোড়ি, তোড়ি [ ṭōḍi, tōḍi ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। [সং. তুবরী]।

টোটো

টোটো, টো-টো [ ṭōṭō, ṭō-ṭō ] বি. অব্য. উদ্দেশ্যহীনভাবে ক্রমাগত ঘুরে বেড়ানোর ভাব (সারা দিন টোটো করে বেড়ানো)। [দেশি]।

ট্রাপিজ

ট্র্যাপিজ, ট্রাপিজ [ ṭryāpija, ṭrāpija ] বি. সার্কাস ইত্যাদিতে শারীরিক কসরত দেখাবার জন্য দড়ি-বাঁধা আড়কাঠ। [ইং. trapeze]।

ট্র্যাক

ট্র্যাক [ ṭryāka ] বি. দৌড় প্রতিযোগিতার জন্য বা খেলাধূলার জন্য প্রস্তুত বা চিহ্নিত পথ। [ইং. track]।

ট্র্যাপিজ

ট্র্যাপিজ, ট্রাপিজ [ ṭryāpija, ṭrāpija ] বি. সার্কাস ইত্যাদিতে শারীরিক কসরত দেখাবার জন্য দড়ি-বাঁধা আড়কাঠ। [ইং. trapeze]।

ট্রেসিং পেপার

ট্রেসিং পেপার [ ṭrēsi mpēpāra ] বি. লেখা বা আঁকা নকল করার জন্য অতি সূক্ষ্ম বা পাতলা কাগজ; নকশা আঁকার স্বচ্ছ কাগজ। [ইং. tracing paper]।

ট্রেলার

ট্রেলার [ ṭrēlāra ] বি. একটি পাইলট গাড়ির দ্বারা বাহিত গাড়ি। [ইং. trailer]।

ট্রেন

ট্রেন [ ṭrēna ] বি. রেলগাড়ি। [ইং. train]।

ট্রেড ইউনিয়ন

ট্রেড ইউনিয়ন [ ṭrēḍa iuniẏana ] বি. শ্রমিকসংঘ, শ্রমিকদের কল্যাণে নিয়োজিত এবং শ্রমিকদের নিয়ে গঠিত সংঘ। [ইং. trade union]।