জড়ানো

জড়ানো [ jaḍānō ] ক্রি. ১. আলিঙ্গিন করা, জাপটানো (ছেলেকে জড়িয়ে ধরে আদর করা); ২. বেষ্টিত করা (গলায় চাদর জড়ানো, দুহাতে গাছটাকে জড়িয়ে ধরল); ৩. মোড়া, আবৃত করা (কাগজে জড়ানো); ৪. গোটানো (কম্বলটা জড়িয়ে রেখেছে); ৫. পরস্পর মেশানো; ৬. লিপ্ত হওয়া মামলায় জড়িয়ে পড়েছে); ৭. অস্পষ্ট বা অবশ হওয়া (কথা জড়িয়ে যাওয়া)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ জড়া + আনো]।

জড়া

জড়া১ [ jaḍā ] ক্রি. জড়ানো। ☐ বিণ. জড়িয়ে আছে বা জড়িয়ে ধরেছে এমন। [সং. √ জট্ + বাং. আ-তু. হি. √ জ়ড়]। জড়া২ [ jaḍā ] বিণ. ১. একত্র, একত্রীকৃত; ২. সংগৃহীত (লোক জড়ো করা); ৩. জমায়েত (তিনটের সময় রাস্তার মোড়ে সকলে জড়ো হন)। [সং. √ জট্ (=একত্র হওয়া, পরস্পরলগ্ন হওয়া)]।

জটিয়া

জটে, জটিয়া [ jaṭē, jaṭiẏā ] বিণ. জটাবিশিষ্ট, জোটে। [বাং. জট + ইয়া > এ]।

জটে

জটে, জটিয়া [ jaṭē, jaṭiẏā ] বিণ. জটাবিশিষ্ট, জোটে। [বাং. জট + ইয়া > এ]। জটেবুড়ি — জোটেবুড়ি -র রূপভেদ।

জটী

জটী [ jaṭī ] (-টিন্) বিণ. জটাযুক্ত, জটাধারী। [সং. জটা + ইন্]।

জট

জট [ jaṭa ] বি. ১. জটা, বিশৃঙ্খলভাবে জড়ানো বা চাপ-খাওয়া কেশরাশি (মাথায় জট পড়েছে); ২. জড়ানো বা তালগোল-পাকানো অবস্হা (জট বেঁধেছে); ৩. গাঁট, গিঁট, জটিলতা (জট ছাড়ানো); ৪. গাছের ঝুরি; ৫. (মনোবি.) মনের জটিল গ্রন্হি। [সং. জটা]।

জঞ্জাল

জঞ্জাল [ jañjāla ] বি. ১. আবর্জনা; ২. আগাছা; ৩. (আল.) অবাঞ্ছিত বস্তু; ঝঞ্ঝট, উপদ্রব (আচ্ছা জঞ্জাল জুটেছে)। [হি.]।