জড়া

জড়া [ jaḍā ] ক্রি. জড়ানো।

☐ বিণ. জড়িয়ে আছে বা জড়িয়ে ধরেছে এমন।

[সং. √ জট্ + বাং. আ-তু. হি. √ জ়ড়]।

জড়া [ jaḍā ] বিণ.
১. একত্র, একত্রীকৃত;
২. সংগৃহীত (লোক জড়ো করা);
৩. জমায়েত (তিনটের সময় রাস্তার মোড়ে সকলে জড়ো হন)।

[সং. √ জট্ (=একত্র হওয়া, পরস্পরলগ্ন হওয়া)]।

Previous Post

Next Post

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।