জট

জট [ jaṭa ] বি.
১. জটা, বিশৃঙ্খলভাবে জড়ানো বা চাপ-খাওয়া কেশরাশি (মাথায় জট পড়েছে);
২. জড়ানো বা তালগোল-পাকানো অবস্হা (জট বেঁধেছে);
৩. গাঁট, গিঁট, জটিলতা (জট ছাড়ানো);
৪. গাছের ঝুরি;
৫. (মনোবি.) মনের জটিল গ্রন্হি।

[সং. জটা]।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।