ছ১ – বাংলা ভাষার সপ্তম ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ মহাপ্রাণ তালব্য ছ্ ধ্বনির লিখিত রূপ। n– the seventh consonant of the Bengali alphabet. ছ২ – ছয়-এর কথা এবং সংক্ষিপ্ত রুপ। coll. corrup. of ছয়.

ছন

ছন [ chana ] বি. পূর্ববঙ্গে ঘর ছাওয়ার খড়জাতীয় তৃণবিশেষ। [তু. সং. শণ]।

ছতরি

ছতরি, ছত্রি [ chatari, chatri ] বি. ১. গোরুর গাড়ি বা নৌকার চাল বা ছাদ, ছই; ২. মশারি টাঙাবার ফ্রেম। [সং. ছত্র]।

ছক্কড়

ছক্কড় [ chakkaḍ ] বি. নড়বড়ে ঘোড়ার গাড়ি। [সং. শকট-তু. ছ্যাকড়া]।

ছকড়ানকড়া

ছকড়া-নকড়া [ chakaḍā-nakaḍā ] বি. ১. তুচ্ছতাচ্ছিল্য; ২. বিশৃঙ্খলা। ☐ বিণ. বিশৃঙ্খল। [দেশি]।

ছউই

ছউই [ chui ] বি. মাসের ষষ্ঠ দিন। ☐ বিণ. মাসের ষষ্ঠ দিনের (ছউই চৈত্র)। [বাং. ছয় + ই]।

ছোট মুখে বড় কথা

ছোট মুখে বড় কথা–বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা। 

ছাওয়াল

ছাওয়াল, ছাবাল [ chāōẏāla, chābāla ] বি. (আঞ্চ.) ১. ছেলে; ২. শিশু। [পা. ছাব]।

ছাও

ছাও [ chāō ] বি. (আঞ্চ.) শাবক, ছানা, ছা। [ছা দ্র]।

ছলাত্

ছলাত্ [ chalāt ] বি. অব্য. ১. নদীর তটে ঢেউয়ের আঘাতের শব্দ; ২. তরল পদার্থ হঠাত্ উথলে বা চলকে পড়ার শব্দ। [ধ্বন্যা.]।