ছাও

ছাও [ chāō ] বি. (আঞ্চ.) শাবক, ছানা, ছা। [ছা দ্র]।

ছলাত্

ছলাত্ [ chalāt ] বি. অব্য. ১. নদীর তটে ঢেউয়ের আঘাতের শব্দ; ২. তরল পদার্থ হঠাত্ উথলে বা চলকে পড়ার শব্দ। [ধ্বন্যা.]।

ছয়লাপ

ছয়লাপ [ chaẏa-lāpa ] বিণ. ১. পরিপূর্ণ, ছেয়ে গেছে এমন (কাগজপত্রে ঘর একেবারে ছয়লাপ); ২. সম্পূর্ণ নষ্ট (জিনিসপত্র ছয়লাপ করা)। [ফা. সয়লাব্]।

ছয়

ছয় [ chaẏa ] বি. বিণ. ৬ সংখ্যা বা সংখ্যক। [সং. ষট্]।

ছপ্পর ফুঁড়ে

ছপ্পর ফুঁড়ে ক্রি-বিণ. ১. ছাদ ফুঁড়ে; ২. (আল.) আশাতীতভাবে।

ছপ্পর

ছপ্পর [ chappara ] বি. ১. আচ্ছাদন; ২. ছাদ। [হি.]। ছপ্পর ফুঁড়ে ক্রি-বিণ. ১. ছাদ ফুঁড়ে; ২. (আল.) আশাতীতভাবে।

ছাঁচি কুমড়ো

ছাঁচি কুমড়ো বি. চালকুমড়ো। ছাঁচি পান বি. সুগন্ধ পানবিশেষ। ছাঁচি বেত বি. সরু বেতবিশেষ।

ছাঁচি

ছাঁচি [ chānci ] বিণ. ১. আসল; ২. দেশি (ছাঁচি কুমড়ো)। [হি. সাঁচ > ছাঁচ + বাং. ই]। ছাঁচি কুমড়ো বি. চালকুমড়ো। ছাঁচি পান বি. সুগন্ধ পানবিশেষ। ছাঁচি বেত বি. সরু বেতবিশেষ।